Home চট্টগ্রাম চট্টগ্রামে করোনা : ৫ জনের মৃত্যু, পজেটিভ ১৯৮ জন

চট্টগ্রামে করোনা : ৫ জনের মৃত্যু, পজেটিভ ১৯৮ জন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম : সোমবার সকাল সাড়ে আটটা হতে মঙ্গলবার সকাল সাড়ে আটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হযেছে। আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ মে) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এই তথ্য জানাগেছে।

আক্রান্তদের মধ্যে নগরের ১৩৭ জন এবং উপজেলায় ৬১ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত ৫০ হাজার ৪৭৮ জন। এসময় মৃতদেরদের মধ্যে নগরের ৪ জন এবং উপজেলার ১ জন।

সিভিল সার্জন জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ২৪১টি নমুনা পরীক্ষায় ৫৩ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩০৪টি নমুনা পরীক্ষায় ৩১ জন, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫৮টি নমুনা পরীক্ষায় ২৬ জন, ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ১২৪টি নমুনা পরীক্ষায় ১৩ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২৬৭টি নমুনা পরীক্ষায় ১৫ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০৮টি নমুনা পরীক্ষায় ৩২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় ৮ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪২টি নমুনা পরীক্ষায় ১৬ জন এবং চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ৯টি নমুনা পরীক্ষায় ৪ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে।

এছাড়াও, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব চট্টগ্রামের ১৬টি নমুনা পরীক্ষায় কারও শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়নি।

চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চব্বিশ ঘণ্টায় ১০টি ল্যাবে ১ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষায় ১৯৮ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে চট্টগ্রামে কোভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হয়েছে ৫০ হাজার ৪৭৮ জন। যাদের নগরে ৪০ হাজার ৪৩৬ জন এবং উপজেলার ১০ হাজার ৪২ জন। কোভিড-১৯ এর সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৪০ জন। মারা যাওয়াদের নগরে ৪০০ জন এবং উপজেলার ১৪০ জন।