বিজেনসটুডে২৪ ডেস্ক
জল্পনার অবসান, ভারতের গণ্ডি পেরিয়ে এবার বিলেতে টিকা তৈরির সিদ্ধান্ত নিল সেরাম ইনস্টিটিউট। একথা জানিয়েছেন সংস্থার সিইও আদার পুনাওয়ালা।
ব্রিটেনে চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন গবেষণার ক্ষেত্রে ৩৩.৪০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে তাঁর সংস্থা। এ বিষয়ে নিশ্চিত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
লন্ডনে প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের কার্যালয় থেকে সোমবার একটি বিবৃতিতে জানানো হয়, ২৪ কোটি পাউন্ড বিনিয়োগ করবে সেরাম। যা প্রায় ৩৩ কোটি ৪০ লক্ষ মার্কিন ডলার। এই বিপুল বিনিয়োগের মাধ্যমে ব্রিটেনে টিকা তৈরির জন্য গবেষণা, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সাহায্য করবে সেরাম।
এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম টিকা উৎপাদনকারী সংস্থা পুণের সেরাম ইনস্টিটিউট। ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে যৌথ উদ্যোগে করোনার টিকা কোভিশিল্ড উৎপাদন করছে সেরাম।