Home Uncategorized নিউপারভিন থেকে সার অপসারণ শুরু

নিউপারভিন থেকে সার অপসারণ শুরু

ছবি সংগৃহীত

বঙ্গোপসাগরের মেহেরআলীর চর এলাকায় ‍দুর্ঘটনাকবলিত ‘নিউ পারভিন-২’থেকে সার উদ্ধার কাজ শুরু হয়েছে। আমদানিকারকের ব্যবস্থাপনায় তা চলছে।  লাইটার জাহাজে বোঝাই থাকা সার অন্য একটি লাইটারে সরিয়ে ফেলা হচ্ছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে আমদানীকারক প্রতিষ্ঠান মেসার্স পোটন ট্রেডার্সর নিয়োগ করা ৪০ জন শ্রমিক সার অপসারণের কাজ করছে বলে জানায়  মোঙলা বন্দর কর্তৃপক্ষ ও নৌ-পরিবহন মালিক পক্ষ।

মোংলার কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইমতিয়াজ আলম জানান, লাইটার জাহাজ থেকে উদ্ধার করা মাষ্টারসহ ১৪ জন নাবিককে জাহাজ মালিকের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। বঙ্গোপসাগরে সার বোঝাই লাইটার জাহাজ নিউ পারভিন-২ ঘন কুয়াশায় দিক হারিয়ে জাহাজটি দুর্ঘটনার শিকার হয়।

তিনি আরও বলেন, শুক্রবার ভোরে মোংলা সমুদ্র বন্দরের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন মেহের আলী চর এলাকায় ‘নিউ পারভিন-২’ কাত হয়ে থাকতে দেখে কোস্টগার্ডের টহলরত সদস্যরা ওই জাহাজের ১৪ জন নাবিককে উদ্ধার করে সাগর থেকে সরিয়ে এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদে রাখে।

  মোংলা বন্দর সূত্রে জানা যায়, গত ১ জানুয়ারি রাতে বন্দরের সাগরের মোহনায় ফেয়ারওয়ে বয়াতে অবস্থানরত লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ ‘এমভি এন্টিগোনি’ থেকে ১২শ’ মেট্রিক টন সার নিয়ে ‘নিউ পারভিন-২’  মোংলা হয়ে খুলনার দিকে যাচ্ছিল। মাঝপথে ঘন কুয়াশায় দিক হারিয়ে বন্দর চ্যানেল ফেয়ারওয়ের বাইরে গিয়ে চরে আটকে দুর্ঘটনার কবলে পড়ে ।