Home Second Lead পুঁজিবাজারে লেনদেন ১ ঘন্টা বাড়লো

পুঁজিবাজারে লেনদেন ১ ঘন্টা বাড়লো


বিজনেসটুডে২৪ প্রতিনিধি

 ঢাকা: দেশের পুঁজিবাজারে আজ (বৃহস্পতিবার) থেকে লেনদেনের সময় ১ ঘন্টা বাড়ানো হয়েছে। 

ব্যাংকের লেনদেনের সময় বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।


বিএসইসি জানিয়েছে, ৬ মে (বৃহস্পতিবার) থেকে ১৬ মে পর্যন্ত ব্যাংকিং সময়সূচী সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এরই প্রেক্ষিতে পুঁজিবাজারে সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলবে।
লেনদেন চলাকালে প্রি-ওপেনিং সেশন ৯ টা ৪৫ মিনিট থেকে ১০ টা এবং পোস্ট ক্লোজিং সেশন ০১ টা ৩০ মিনিট থেকে ০১ টা ৪৫ মিনিট পর্যন্ত চালু থাকবে।