বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কলকাতা: বিধানসভার প্রথম অধিবেশন বয়কট করেছে বিজেপি। অধিবেশন বসে আজ শনিবার ( ৮ মে )। ১৯৫২ সালের পর এই প্রথম বিরোধীদল শূন্য বিধানসভার প্রথম প্রথম অধিবেশন।
বিধানসভায় বিরোধী দল বিজেপি’র ৭৭ জন বিধায়ক। ভোটের পর বিভিন্ন স্থানে নানা সহিংস ঘটনার প্রতিবাদে তারা বয়কট করেছেন অধিবেশন।
বিধানসভায় আজ আগাগোড়া আগ্রাসী ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমান বন্দ্যোপাধ্যায়কে আনুষ্ঠানিক ভাবে সভার স্পিকার নির্বাচিত করার পর মুখ্যমন্ত্রী বলেন, এদের মানুষ বয়কট করেছে। এরা আবার কিনা বিধানসভা বয়কট করছে! তাঁর কথায়, “নির্বাচন কমিশনের সাহায্যে কোথাও কোথাও রিগিং হয়েছে। নইলে এরা ৩০ টা আসনেও জিততে পারত না। আজও যাঁরা অহঙ্কারী, তাঁদের পতন অনিবার্য”।
রাজ্যে চলতি রাজনৈতিক হিংসার জন্যও মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকেই দায়ী করেছেন। তাঁর কথায়, ভোটের সময়ে লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী বাংলায় ঢুকিয়েছে। কোনও টেস্ট করেনি। তাতে কোভিড ছেয়ে গেছে বাংলায়। ভোটে হেরে যাওয়ার পরেও এরা মানুষের রায় মেনে নিচ্ছে না। এখন দাঙ্গা লাগাতে চাইছে। আমি বিধায়কদের বলব, সবাই সতর্ক থাকবেন। কেউ দাঙ্গা লাগাতে চাইলে বা সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে চাইলে তাঁর বিরুদ্ধে পুলিশে অভিযোগ করতে হবে। বাংলায় অশান্তি বাঁধানোর চক্রান্ত আটকাতে হবে। বাংলা একমাত্র জায়গা যেখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিষ্টান পারস্পরিক সদ্ভাব নিয়ে বাস করে। সেই পরিবেশ নষ্ট করতে দেওয়া যাবে না।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নাম না করে কটাক্ষও করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, এঁরা লেবু কচলাতে কচলাতে তেতো করেছে। বলেছিলেন, ডবল ইঞ্জিন সরকার হবে। তৃণমূল ডবল সেঞ্চুরি করে দেখিয়েছে। তবে আমি বলব সবাইকে বিনয়ী হতে হবে। মানুষের সঙ্গে জুড়ে থাকতে হবে। মন দিয়ে বিধানসভা করতে হবে।