বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: অনেকটা নিরবে অনুষ্ঠিত হচ্ছে ‘ব্যবসায়ীদের মিনি পার্লামেন্ট খ্যাত’ চিটাগাং চেম্বার নির্বাচন। একেবারে নিরুত্তাপ নির্বাচনী কার্যক্রম। এ অবস্থার মধ্যে আগামী দু’বছর মেয়াদের জন্য ২৪ পরিচালকের সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আবারও।
চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি, সাংসদ এম আবদুল লতিফ সমর্থিত বর্তমান সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বাধীন প্যানেলের সবাই নির্বাচিত হচ্ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আজ রবিবার ( ৯ মে ) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষদিন। আর ২৪ পরিচালক পদের বিপরীতে মনোনয়নপত্র পেশ করেছেন ২৪ জন।
বাড়তি প্রার্থী না থাকায় ২৪ জনের সবাইকে পরবর্তীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হতে পারে। অবশ্য, ইতিপূর্বেও বিভিন্ন সময়ে বিনা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেম্বার পরিচালকদের সবাই। তবে, তখন অধিক সংখ্যক প্রার্থী ছিলেন। সমঝোতায় মনোনয়ন প্রত্যাহার করে নেয়ার পর সবাই বিনা লড়াইয়ে নির্বাচিত হন। গতবারেও মনোনয়নপত্র পেশ করেছিলেন ৩৩ জন।
দেশের দ্বিতীয় বৃহত্তম এই বাণিজ্য সংগঠন পরিচালনা করেন ৪ ক্যাটেগরির ২৪ পরিচালক। অর্ডিনারি গ্রুপের ১২ জন, এসোসিয়েট ক্লাসের ৬ জন, টাউন এসোসিয়েশন গ্রুপের ৩ জন এবং ট্রেড গ্রুপের ৩ জন পরিচালক । এই ২৪ জন পরিচালক তাদের মধ্যে থেকে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি এবং একজন সহ-সভাপতির সমন্বয়ে নির্বাচিত করেন প্রেসিডিয়াম।
নির্বাচন কমিশনসূত্রে পাওয়া তথ্য পরিচালনায় দেখা যায়, যে ২৪ জন মনোনয়নপত্র পেশ করেছেন তাদের মধ্যে ১৩ জন বর্তমান কমিটির। এই কমিটির ১১ জন বাদ পড়েছেন। যারা রয়েছেন তাদেরও কেউ কেউ বাদ পড়তে পড়তে নানা মহলের নানামুখী তদবিরে শেষ পর্যন্ত টিকে গেছেন।
বর্তমান কমিটির যারা আবারও প্রার্থী হয়েছেন তারা হলেন: বর্তমান সভাপতি মাহবুবুল আলম, সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমিন, এ কে এম আকতার হোসেন ( সভাপতি সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন ), অহিদ সিরাজ চৌধুরী স্বপন ( এ এস শিপিং লাইন্স), অঞ্জন শেখর দাস, বেনজীর চৌধুরী নেশান, হাসনাত মো. আবু ওবায়দা, মো. শাহরিয়ার জাহান ( কেএসআরএম স্টিল ), সালমান হাবিব ( রিজেন্ট টেক্সটাইল ), শাহজাদা ফৌজুল আরেফ খান ( বেঞ্চমার্ক এপারেলস ), সাকিফ আহমেদ সালাম ( ফ্যাশন ওয়াচ লি.), সৈয়দ মোহাম্মদ তানভির ( প্যাসিফিক জিন্স ) এবং নাজমুল করিম চৌধুরী শারুন ( পাওয়ারবাংলা কর্পোরেশন)।
নতুন প্রার্থীরা হলেন: মো. ওমর ফারুক ( পোর্টল্যান্ড অটোস ), আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম ( সাবেক চেম্বার পরিচালক ), রাকিবুর রহমান ( সাবেক চেম্বার পরিচালক ), জহিরুল ইসলাম চৌধুরী ( জে এন শিপিং লাইন্স ), ইফতেখার হোসেন ( সিপিডিএল লি.), এস এম তাশিন জুনাইদ ( গগ্রিন পেপারকাপ ), সাজির আহমেদ ( সুপার সিলিকা বাংলাদেশ লি.) তানভির মোস্তাফা চৌধুরী ( ইলেক্ট্রো টেব ), ইফতেখার ফয়সল ( ফয়সাল ট্রেডার্স ),মো. আদনানুল ইসলাম ( এফএ ট্রেডিং ) এবং মোহাম্মদ নাসিরুল আলম ( এন আলম মৎস্যখামার )।