Home Second Lead চেম্বার নির্বাচন: মাহবুব সভাপতি, তরফদার আমিন সিনি. সহ-সভাপতি

চেম্বার নির্বাচন: মাহবুব সভাপতি, তরফদার আমিন সিনি. সহ-সভাপতি

সৈয়দ মোহাম্মদ তানভীর সহ-সভাপতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: ঐতিহ্যের ধারক বাহক শতবর্ষের চিটাগাং চেম্বারের ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ মেয়াদের জন্য সভাপতি হলেন খাতুনগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী, এম. আলম গ্রুপ’র চেয়ারম্যান মাহবুবুল আলম। এই নিয়ে তিনি টানা পঞ্চমবারের মত সভাপতি নির্বাচিত হলেন।

সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সাইফপাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

প্যাসিফিক জিন্স-এর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে নবনির্বাচিত বোর্ড অব ডাইরেক্টরস-এর সভায় সর্বসম্মতিক্রমে সভাপতিমণ্ডলী নির্বাচিত হয়। নির্বাচন বোর্ডে-এর চেয়ারম্যান মো. নুরুন নেওয়াজ-এর তত্ত্বাবধানে সভায় সভাপতিত্ব করেন পরিচালক এ কে এম আক্তার হোসেন।

উল্লেখ্য, ২৪ পরিচালক পদের বিপরীতে সমসংখ্যক প্রার্থী হওয়ায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নব-নির্বাচিত পরিচালকবৃন্দ সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন।

নব-নির্বাচিত সভাপতি মাহবুবুল আলম’র সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত:

তিনি ২০০২-২০০৪ মেয়াদে প্রথমবার, ২০০৫-২০০৬ মেয়াদে ২য় বারের মত চিটাগাং চেম্বার পরিচালক, ২০০৭-২০০৮ মেয়াদে সহ-সভাপতি, ২০১১-২০১২ মেয়াদে সিনিয়র সহ-সভাপতি, ২০১৩-২০১৪, ২০১৫-২০১৬, ২০১৭-২০১৯ এবং ২০১৯-২০২১ মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মাহবুবুল আলম ১৯৫৮ সালে চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খ্যাতনামা ব্যবসায়ী ও বিশিষ্ট সমাজ সেবক মরহুম নুরুল আলম’র জ্যেষ্ঠ সন্তান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন এবং অধ্যয়নকালে চাকসু’র সমাজ কল্যাণ সম্পাদক ছিলেন।  শিক্ষা জীবন সম্পন্ন করার পর তিনি আমদানি-রপ্তানীসহ বহুমূখী ব্যবসায় নিজেকে সম্পৃক্ত করে ভোগ্যপণ্য আমদানিতে অন্যতম নেতৃস্থানীয় ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন এবং খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্রিজ এসোসিয়েশন’র সভাপতির পদ অলংকৃত করছেন। তিনি বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিঃ’র ভাইস-চেয়ারম্যান, কনফেডারেশন অব ইস্টার্ন চেম্বারস্ অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ (সিইসিসিআই)’র সহ-সভাপতি।

নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন যশোরের কোতোয়ালী থানার ফতেহপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স সম্পন্ন করেন। বর্তমানে তিনি ই-ইঞ্জিনিয়ারিং লিঃ, সাইফ প্লাষ্টিক এন্ড পলিমার ইন্ডাষ্ট্রিজ লিঃ, সাইফ পোর্ট হোল্ডিংস লিঃ, সাইফ ইলেক্ট্রিক্যাল ম্যানুফেকচারিং লিঃ, ম্যাক্সন পাওয়ার লিঃ, সাইফ গ্লোবাল স্পোর্টস লিঃ ও ব্লু-লাইন কমিউনিকেশন্স লিঃ’র চেয়ারম্যান এবং সাইফ পোল্ট্রি ফার্মস’র স্বত্বাধিকারী। এছাড়া তিনি চট্টগ্রাম আবাহনী লিঃ’র পরিচালক ও চট্টগ্রাম ফুটবল কমিটির চেয়ারম্যান, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা ফুটবল কমিটি ও সাইফ স্পোর্টিং ক্লাব লিঃ’র সভাপতি, বাংলাদেশ সুইমিং ফেডারেশন ও বাংলাদেশ চেজ ফেডারেশন’র সহ-সভাপতি, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল এসোসিয়েশন’র মহাসচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন। 

নব-নির্বাচিত সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ তানভীর প্যাসিফিক জিন্স’র চেয়ারম্যান নাছির উদ্দিনর জ্যেষ্ঠ সন্তান। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লিডস থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ২০১৯-২০২১ মেয়াদে চিটাগাং চেম্বারের পরিচালক ছিলেন।  ইতিপূর্বে বিজিএমইএ’র পরিচালক ছিলেন।

নির্বাচিত অন্য পরিচালকবৃন্দ -এ.এস. শিপিং লাইন্স’র স্বত্বাধিকারী মোঃ অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), আর.এস.বি. ইন্ডাষ্ট্রিয়াল লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন শেখর দাশ, গোল্ডেন কন্টেইনার্স লিঃ’র পরিচালক বেনাজির চৌধুরী নিশান, ম্যাফ সুজ লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক হাসনাত মোহাম্মদ আবু ওবাইদা, সিপিডিএল’র ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসেন, কেএসআরএম স্টীল প্ল্যান্ট লিঃ’র পরিচালক মোঃ শাহরিয়ার জাহান, পাওয়ারবাংলা কর্পোরেশন’র স্বত্বাধিকারী নাজমুল করিম চৌধুরী শারুন, গোগ্রীন পেপার কাপ ইন্ডাষ্ট্রি’র ব্যবস্থাপনা পার্টনার এস. এম. তাসিন জোনায়েদ, রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক সালমান হাবীব, বেঞ্চমার্ক এ্যাপারেলস লিঃ’র উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা ফৌজুল আলেফ খান, সুপার সিলিকা বাংলাদেশ লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক সাজির আহমেদ, সিলভার সিন্ডিকেট’র স্বত্বাধিকারী এ. কে. এম. আক্তার হোসেন, জে. এন. শিপিং লাইন্স’র স্বত্বাধিকারী জহিরুল ইসলাম চৌধুরী, নাহার পোল্ট্রি’র স্বত্বাধিকারী মোঃ রকিবুর রহমান, ফ্যাশন ওয়াচ লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, ইলেক্ট্রো ট্যাব’র স্বত্বাধিকারী তানভীর মোস্তফা চৌধুরী, ফয়সাল ট্রেডার্স’র স্বত্বাধিকারী মোঃ ইফতেখার ফয়সাল, এফ. এ. ট্রেডিং’র স্বত্বাধিকারী মোহাম্মদ আদনানুল ইসলাম, এন. আলম মৎস্য খামার’র স্বত্বাধিকারী মোহাম্মদ নাসিরুল আলম, ইসলাম মোটরস্ লিঃ’র চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম ও পোর্টল্যান্ড অটোস’র স্বত্বাধিকারী মোঃ ওমর ফারুক।