অফডকমুখী প্রায় ৫ হাজার টিইউস খালি কন্টেইনার বন্দর ইয়ার্ডে
অপেক্ষমান জাহাজগুলোতে সাড়ে পাঁচ হাজার টিইউস
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: খালি কন্টেইনার নিয়ে নিদারুন সংকটে পড়েছে বন্দর কর্তৃপক্ষ। বিশাল এলাকাজুড়ে পড়ে রয়েছে অফডকমুখী খালি কন্টেনারের স্তূপ।
বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কেবল খালি কন্টেইনার নয়, লোডেড কন্টেইনারও পড়ে আছে। ডিপোসমূহকে জরুরিভিত্তিতে ৩দিনের মধ্যে কন্টেইনার সরিয়ে নিতে বলা হয়েছে।
বিপুল সংখ্যক খালি কন্টেইনার এবং একই সঙ্গে লোডেড কন্টেইনার পড়ে থাকায় বন্দরের সুষ্ঠু অপারেশনাল কার্যক্রমে সমস্যা তৈরি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন অফডকমুখী প্রায় ৫ হাজার টিইউস খালি কন্টেইনার পড়ে আছে। আমদানি পণ্যবোঝাই কন্টেইনার রয়েছে প্রায় আট শ’ টিইউস।
বার্থিংয়ের জন্য অপেক্ষমান জাহাজগুলোতে সাড়ে পাঁচ হাজার টিইউস রয়েছে। বিভিন্ন ডিপোতে এসব কন্টেইনার যাবে।
বন্দর সূত্র জানায়, খালি এবং পণ্যভর্তি কন্টেইনার অস্বাভাবিক বেড়ে যাওয়ায় স্থান সংকুলান হচ্ছে না। জাহাজ থেকে কন্টেইনার খালাস এবং সুষ্ঠু ইয়ার্ড ব্যবস্থাপনা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি থেকে উত্তরণে ইনকন্ট্রেড, বিএম ডিপো এবং পোর্টলিংক সহ অন্যান্য ডিপোকে ৩দিনের মধ্যে সব কন্টেইনার নিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে মঙ্গলবার ( ১১ মে )। একই বিএল-এর সব কন্টেইনার একসাথে ডিপোতে নিয়ে যেতে বলা হয়েছে সব ডিপোকে।