তৃণমূলের তুমুল বিক্ষোভ ও অবরোধ
বিজনেসটুডে২৪ ডেস্ক
পাঁচ বছর আগে ষোল সালের ১৪ মার্চ নারদ কাণ্ডের ফুটেজ ফাঁস করেছিলেন ম্যাথু স্যামুয়েল। তার পর দীর্ঘ টালবাহানা ও রাজনৈতিক চাপানউতোরের শেষে আজ সোমবার নারদ কাণ্ডে চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। আজ সকালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম, কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়কে নিজাম প্যালেসে সিবিআই দফতরে তুলে নিয়ে যাওয়া হয়। সিবিআই অফিসারদের নিরাপত্তার জন্য নামানো হয় বিশাল কেন্দ্রীয় বাহিনী। তার পর নিজাম প্যালেসে নিয়ে গিয়ে তাঁদের অ্যারেস্ট মেমোয় সই করানো হয়েছে ।
সোমবার সিবিআই আদালতে চার্জশিট পেশ করা হবে। তার পর এই চার জনকে কেন্দ্রীয় এজেন্সি হেফাজতে নিতে চায় কিনা সেটাই দেখার।
সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিমদের সিবিআই তুলে নিয়ে যাওয়ার পর রীতিমতো আন্দোলিত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। চেতলায় তৃণমূলের তুমুল বিক্ষোভ ও অবরোধ চলছে।
কিছুদিন আগেই নারদ মামলায় চার্জশিট গঠনের জন্য রাজ্যপালের অনুমতি চেয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্ত এজেন্সির আবেদনে অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। যদিও সিবিআই-এর তরফে এ বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। তবে রাজ্যপাল বলেছিলেন, এই ঘটনার বিভ্রান্তিকর ব্যাখ্যা হচ্ছে। অনেকে বলছে, কেন বিধানসভার স্পিকারের অনুমোদন না নিয়ে রাজ্যপালের অনুমোদন নেওয়া হল। কারণ, নারদ কাণ্ডের সময়ে এঁরা মন্ত্রী ছিলেন। রাজ্যের মন্ত্রীরা সাংবিধানিক ভাবে রাজ্যপালের কাছে দায়বদ্ধ। রাজ্যপালের থেকে তাঁরা শপথ গ্রহণ করেন। তাই রাজভবনই অনুমতি দিয়েছে।
এ প্রসঙ্গে সৌগত রায় বলেন, “মোদী-অমিত শাহর নির্দেশে এসব হচ্ছে। আদালতে মোকাবিলা হবে। রাজনৈতিক প্রতিহিংসামূলক কাজ। নির্বাচনে হেরে যাওয়াতেই এমনটা করল ওরা। সিবিআই একটা খাঁচাবন্দি তোতা।”
-দি ওয়াল