বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা ও আটকের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন।
মঙ্গলবার (১৮ মে) সকাল ১১টায় প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সিইউজের সাধারণ সম্পাদক ম.শামসুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি আলহাজ আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি শহীদ-উল-আলম, প্রথম আলোর আবাসিক সম্পাদক কবি ওমর কায়সার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।
প্রেসক্লাবে সভাপতি মো. আলী আব্বাস বলেন, সিইউজের সকল কর্মকান্ডে প্রেসক্লাব সব সময় ছিলো এবং ভবিষ্যতেও থাকবে।
সিইউজের সভাপতি মোহাম্মদ আলী বলেন, সাংবাদিকে হেনস্তা করার পরিণাম ভালো হবে না। এই সরকার সাংবাদিকবান্ধব সরকার। সাংবাদিকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বিনয়ী। তিনি রোজিনা আক্তারকে অনতিবিলম্বে সম্মানের সাথে মুক্তি দেয়ার দাবি জানান।
ম.শামসুল ইসলাম বলেন, আজকের সমাবেশ সাংবাদিকতার অস্তিত্ব রক্ষার সমাবেশ। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সিনিয়র সাংবাদিক রোজিনা আক্তার যেভাবে হেনস্তা হয়েছে তা খুব দুংখজনক। সচিবালয়ে রোজিনাকে হেনস্তার মাধ্যমে সারা দেশের সাংবাদিকদের হেনস্তা করা হয়েছে।
সবাইকে একতাবদ্ধ হয়ে ভবিষ্যৎ সকল আন্দোলনে এক হওয়ার আহবান জানান তিনি।