বিজনেসটুডে২৪ প্রতিনিধি:
ঢাকা: মুক্তি পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।
রবিবার (২৩ মে) বিকেল সোয়া ৪টার দিকে তিনি কারাগার থেকে জামিনে মুক্তি পান।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহর ভার্চ্যুয়াল আদালত পাসপোর্ট জমা দেওয়ার শর্তে ও পাঁচ হাজার টাকা মুচলেকায় রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেন।
জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে যাচাই-বাছাই ও আইনি প্রক্রিয়া শেষে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেয়।
গ্রেপ্তারের পর সহমর্মিতা প্রকাশ ও মুক্তি আন্দোলনে ভূমিকা রাখায় দেশবাসী ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানিয়েছেন রোজিনা ইসলাম। বিকালে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। কারাগার থেকে বের হয়ে স্বজনদের সঙ্গে একটি গাড়িতে করে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
এর আগে সাংবাদিকদের কাছে দেয়া সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি বলেন, সাংবাদিকতা চালিয়ে যাব। পাশে থাকার জন্য আমি দেশবাসী, ও সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে গত ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। সেদিন রাত সাড়ে আটটার দিকে তাকে শাহবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। রাত পৌনে ১২টার দিকে তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়। মামলার বাদী হন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানী।