বিজনেসটুডে২৪ ডেস্ক
ইতালির ম্যাগিওর হ্রদের পাশের একটি পাহাড়ে গত রবিবার কেবল কার ছিঁড়ে মাটিতে পড়ে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও শিশু।
জানা যায়, পিয়েডমন্ট অঞ্চলে রিসোর্ট শহর এসটেরেসা থেকে মোত্তারোনে পাহাড়ে যাত্রী বহন করার সময় ক্যাবল কার লাইন থেকে ছিড়ে পড়লে এই প্রাণহানির ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, লাইন থেকে ছিঁড়ে পড়া কেবল কারটির ধ্বংসাবেশ বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত ১৩ জন নিহত হয়েছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন পাঁচ ও নয় বছর বয়সী দুই শিশু। তাদেরকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইতালির আল্পাইনে উদ্ধারকারী বিভাগের মুখপাত্র বার্তাসংস্থা জানান, কেবল কারটি যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন সেখানে থাকা ১১ জনকে অবশ্য জীবিত উদ্ধার করে জরুরি সেবা বিভাগের কর্মীরা। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। কেবল কার দুর্ঘটনার বিষয়ে জরুরি সেবা বিভাগকে স্থানীয় সময় ১২টার সময় খবর দেওয়া হয় বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।
-বিবিসি