Home First Lead সীমান্তের ৭ জেলায় লকডাউনের সুপারিশ

সীমান্তের ৭ জেলায় লকডাউনের সুপারিশ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করেনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত সীমান্তবর্তী ৭ জেলায় লকডাউনের সুপারিশ করা হয়েছে। আজ রবিবার এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।

শনিবার এক বৈঠকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি নওগাঁ, নাটোর, সাতক্ষীরা, যশোর, রাজশাহী, কুষ্টিয়া ও খুলনা জেলায় লকডাউনের সুপারিশ করেছে।

আজ বিকেলে মন্ত্রণালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এসব জেলায় লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে।

করোনার সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় গত ২৪ মে রাত থেকে এক সপ্তাহের লকডাউন দেওয়া হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়।