বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আগামীকাল সোমবার থেকে শেয়ারবাজারে লেনদেন স্বাভাবিক সময়ে ফিরছে। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত একটানা সাড়ে চার ঘণ্টা লেনদেন হবে।
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সোমবার থেকে ব্যাংকিং কার্যক্রম আরও আধা ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের লেনদেনের সময় বাড়ানোর পর শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থাও শেয়ারবাজারে লেনদেন বাড়ানোর সিদ্ধান্ত নিলো।