Home রকমারি সংবাদ কাকলী ফার্নিচারের শতকোটি টাকার প্রচার

কাকলী ফার্নিচারের শতকোটি টাকার প্রচার

*এক মাসেরও কম সময়ে নামটি ৩০ কোটি বাঙালির মাঝে ছড়িয়ে পড়েছে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: কাকলী ফার্নিচারের স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এসএম সোহেল রানা বলেন, ‘দামে কম, মানে ভালো, কাকলী ফার্নিচার- আমার প্রতিষ্ঠানের সাধারণ বিজ্ঞাপনের ভিডিওটি নেট দুনিয়ায় যে সাড়া ফেলবে তা কল্পনাও করতে পারিনি। কেননা গত ২০ বছর ধরে ফার্নিচারের ব্যবসা করছি। ব্যবসার প্রসারে কয়েকবার বিলবোর্ড ও টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন দিতে গিয়ে টাকার অঙ্ক শুনে পিছিয়ে গেছি।

এ কারণে সম্প্রতি নিজের অ্যান্ড্রয়েড ফোনে দুই শিশুকে দিয়ে একটি সাধারণ বিজ্ঞাপন তৈরি করি। রাতারাতি সেটি ছড়িয়ে পড়ে। মাত্র এক মাসেরও কম সময়ে কাকলী ফার্নিচারের নামটি ৩০ কোটি বাঙালির মাঝে ছড়িয়ে পড়েছে। যা আমার কল্পনার বাইরে।’

তিনি বলেন, চেয়েছিলাম নামটি সবার মুখে মুখে ছড়িয়ে পড়বে। সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন ব্যবসাকে ছড়িয়ে দিতে চাই দেশব্যাপী। শুধু দেশ নয়, কলকাতাতেও ব্যবসার শো-রুম খুলবো।

জানা যায়, কাকলী ফার্নিচারের প্রতিষ্ঠানটি গাজীপুরের মাওনা চৌরাস্তার পাশে অবস্থিত।

কাকলির ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে দোকানটিতে নানা দূর-দূরান্ত থেকে নানা বয়সি মানুষ ভিড় করছেন। ভিডিও প্রচারের পর বিক্রি-বাট্টাও বেড়েছে প্রতিষ্ঠানটির। বিনা পয়সায় শত কোটি টাকার প্রচার পান এই সোহেল।

তিনি আরো জানান, কাকলী নামটি তার বোনের। তার নামেই ফার্নিচার দোকানের নাম রাখেন। শুরুর দিকে অন্যের ফার্নিচার বিক্রি করেছেন। কিন্তু গত ১৫ বছরের বেশি সময় ধরে নিজের কারখানায় তৈরি করছেন ওয়ারড্রপ, সোফা, চেয়ার, ড্রেসিং টেবিল, ডায়নিং টেবিল ও ম্যাট্রেসসহ নানা আসবাবপত্র। এসব পণ্য দামে কম তবে মানে ভালো বলে দাবি তার। এ কারণেই তিনি এই স্লোগানে ভিডিওটি তৈরি করেছিলেন।