Home First Lead শিপিং এজেন্টস এসোসিয়েশন: ১০ মাসের মাথায় এহসানের পদত্যাগ, নতুন চেয়ারম্যান হচ্ছেন শাহেদ

শিপিং এজেন্টস এসোসিয়েশন: ১০ মাসের মাথায় এহসানের পদত্যাগ, নতুন চেয়ারম্যান হচ্ছেন শাহেদ

বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন-এর চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী পদত্যাগ করছেন। নতুন দায়িত্ব পাচ্ছেন পরিচালক শাহেদ সরওয়ার। তিনি চৌধুরী গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক ।

এহসানুল হক চৌধুরী                                          শাহেদ সরওয়ার

নির্বাচিত হওয়ার ১০ মাসের মাথায় পদত্যাগ করছেন এহসানুল হক। নির্রযোগ্য সূত্র জানায়, ফেব্রুয়ারি শেষে পদত্যাগ করছেন তিনি। কেবল চেয়ারম্যান নয়, পরিচালকও আর থাকছেন না ।

দু’বছর মেয়াদের কমিটির মেয়াদ শেষ হবে আগামী বছরের ২৮ এপ্রিল। ভোট হয়েছিল ২০১৯ সালের ১৬ এপ্রিল। ১৭ বছর পর সদস্যদের সরাসরি ভোটে এই নির্াচন হয়েছিল। এতে এহসানুল হক চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল অডিনরি ক্যাটেগরিতে ১৬ পরিচালক পদের সব ক’টিতে জয়ী হয়ে ক্ষমতাসীন হয়। অপরদিকে, এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক পদে জয়ী হয় সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন প্যানেল।

কমিটি গঠিত হয় এহসানুল হক চৌধুরীকে চেয়ারম্যান, সবচেয়ে বেশি ভোটে বিজয়ী ট্রান্সমেরিন লজিস্টিক্সের সৈয়দ ইকবাল আলীকে সিনিয়র ভাইস-চেয়ারম্যান এবং শফিকুল আলম জুয়েলকে ভাইস চেয়ারম্যান  করে।

সংগঠনের একজন পরিচালক জানান, ঐ সময়ে শাহেদ সরওয়ারের সাথে থাকা সমঝোতা অনুযায়ী চেয়ারম্যান পদ ছাড়ছেন এহসানুল হক। তবে, পরিচালক পদে থাকবেন না তেমন কোন সিদ্ধান্ত ছিল না। ধারণা করা হচ্ছে চলমান পরিস্থিতিতে তিনি ক্ষুব্ধ, তাই পরিচালক পদেও আর থাকতে চাচ্ছেন না।

গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত কমিটির সভায় তিনি এ ব্যাপারে ঘোষণা দিয়েছেন। দু’মাসের মধ্যে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন কমিটিকে।

আগামী ১ মারচ অনুষ্ঠেয় কমিটির পরবর্ী সভায় নতুন চেয়ারম্যান মনোনীত হবেন।

 এহসানুল হক এফবিসিসিআই’র  বন্দর ও শিপিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান। যোগাযোগ করা হলে তিনি জানান, আগামীতে শিপিং এজেন্টস এসোসিয়েশনের কমিটিতে না থাকলেও বিভিন্ন ফোরামে যথাযথ ভূমিকা রাখবেন। এর আগেও এহসানুল হক চৌধুরী এই এসোসিয়েশনের চেয়ারম্যান ছিলেন।

বিজনেসটুডে২৪