Home Second Lead পাগল ট্রাম্প, তুমি ভেবো না বাবার মৃত্যুতে সব শেষ হয়ে গেল! জেইনাব

পাগল ট্রাম্প, তুমি ভেবো না বাবার মৃত্যুতে সব শেষ হয়ে গেল! জেইনাব

সোলেমানির মেয়ে জয়নব ছবি সংগৃহীত

কাসেম সোলেমানির মেয়ে জয়নব সোলমানি মন্তব্য করলেন-ট্রাম্প, তুমি ভেবো না আমার বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে গেল। আরও বলেন, “আমেরিকা ও ইজরাইল জেনে রাখো, বাবার মৃত্যুর ফলে গোটা বিশ্বের প্রতিরোধ ফ্রন্টের মধ্যে মানবিকতা আরও বেশি জাগ্রত হবে। এখন থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের স্ত্রী-সন্তানরা তাঁদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কায় প্রহর গুনবে।”

গত সপ্তাহে বাগদাদে মার্কিন বিমান হামলায় নিহত হন ইরানের শীর্ষ কম্যান্ডর কাশেম সোলেমানি। তার পরেই ক্ষোভে-বিক্ষোভে ফুটছে গোটা ইরান। সাধারণ মানুষ থেকে শুরু করে শীর্ষনেতা সকলেই ক্রুদ্ধ, দুঃখিত। স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ন’টায় তেহরানে শেষযাত্রা অনুষ্ঠিত হয় সোলেমানির। তাঁকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে তেহরানে। কারও হাতে সোলেমানির ছবি, কারও হাতে প্ল্যাকার্ড। প্রার্থনার পাশাপাশি ওঠে আমেরিকা বিরোধী স্লোগান– ‘আমেরিকা ধ্বংস হোক’, ‘ইজরাইল নিপাত যাক’, ‘আমার ভাইকে যারা মেরেছে তাদের হত্যা করব’ ইত্যাদি।

সেখানেই জেইনাব সোলেমানি বলেন, “আমার বাবার মৃত্যুতে আমেরিকা ও ইজরাইলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে।” তিনি আরও বলেন, “ট্রাম্প ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন। কিন্তু গোটা বিশ্ব দেখছে, ইরাক ও ইরানের মানুষ কীভাবে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এই ঘটনা দুই জাতির মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করেছে।”

জেইনাব আরও দাবি করেন, ট্রাম্প পাগলের মতো আচরণ করেছেন। ‘পাগল’ ট্রাম্প যেন না ভাবেন, তাঁর বাবা সোলেমানির মৃত্যুতেই সব শেষ হয়ে গেছে।

এই শেষযাত্রায় সরকারি ভাবে সম্প্রচার করা হয়, কেউ যদি ট্রাম্পকে হত্যা করতে পারে তবে ইরানের প্রতিটি নাগরিক এক মার্কিন ডলার করে দেবেন। ইরানের জনসংখ্যা আট কোটি। ফলে ইরানি জনসংখ্যার ওপর ভিত্তি করে প্রেসিডেন্ট ট্রাম্পের মাথার দাম নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। ঘোষণা করা হয়, যে ট্রাম্পকে হত্যা করতে পারবে, তাকেই আট কোটি ডলার দেওয়া হবে।

সকালের কড়া ঠান্ডায় পরোয়া করেননি মহিলারাও। সোলেমানির শেষযাত্রায় দলে দলে যোগ দেন তাঁরাও। কালো পোশাকে, পতাকা উঁচিয়ে, তেহরানের রাস্তায় নেমে গলা তোলেন তাঁরাও। অনেকের কোলে ছিল শিশু। এ সবের মাঝেই সোলেমানির জন্য প্রার্থনা করতে করতে কান্নায় ভেঙে পড়েন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খোমেইনি।

বিজনেসটুডে ডেস্ক