Home ব্যাংক-বিমা ইউসিবি’র লভ্যাংশ ঘোষণা

ইউসিবি’র লভ্যাংশ ঘোষণা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক (ইউসিবি) লভ্যাংশ ঘোষণা করেছে।

মঙ্গলবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সবশেষ অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত জানানো হয়।

ব্যাংকটি ২০২০ সালের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ বা শেয়ার প্রতি ৫০ পয়সা এবং ৫ শতাংশ বোনাস শেয়ার।

এ সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৪২ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৩৫ পয়সা। শেয়ার প্রতি আয় বেড়েছে ৭ পয়সা।

রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন। বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে ৫ আগস্ট।

২০১৯ সালেও ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে ইউসিবি। ২০১৮ সালে ১০ শতাংশ বোনাস, ২০১৭ সালে ১০ শতাংশ নগদ, ২০১৬ সালে ১৫ শতাংশ নগদ এবং ২০১৫ সালে ২০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে।