বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: মঙ্গলবার রাতে কর্ণফুলীতে একটি ফিশিং ট্রলার ডুবে গেছে। তবে, এর নাবিকদের সবাই রক্ষা পেয়েছে।
ফিশিং ট্রলারটি ক্রিস্টাল গ্রুপের মালিকানাধীন। নাম এফ বি ক্রিস্টাল-৮।
ক্রিস্টাল গ্রুপ সূত্রে জানা গেছে, রাত ১১ টার দিকে নাবিকরা লক্ষ্য করেন যে এটা পানিতে নিমজ্জিত হয়ে যাচ্ছে। তাদের হৈচৈ চিৎকার শুনে আশে পাশে থাকা বিভিন্ন নৌযানের লোকজন দ্রুত সেখানে এসে উদ্ধার করেন। অবশ্য দু’জনকে পাওয়া গেছে বুধবার ভোরে। ইঞ্জিন বিকল থাকায় রক্ষা করার সবচেষ্টা ব্যর্থ করে ট্রলারটি স্বল্প সময়ের মধ্যে ডুবে গেছে।
ক্রিস্টাল গ্রুপ সূত্রে আরও জানা গেছে, তাদের সবচেয়ে বড় এই ট্রলারটি কিছুদিন আগে সমুদ্রে মৎস্য আহরণে গিয়ে এর ইঞ্জিন বিকল বিকল হয়ে পড়ে। তখন ট্রলারটিকে কর্ণফুলীতে এনে রাখা হয়। ইতিমধ্যে ওসেন ডকইয়ার্ডের সাথে তাদের কথা হয়েছে মেরামতের ব্যাপারে। মঙ্গলবার এফ বি ক্রিস্টাল-৮ কে নিয়ে এসে শাহ আমানত সেতুর কাছে ওসেন ডকইয়ার্ডের সন্নিকটে নোঙরে রাখা হয়। বুধবারই ট্রলারটি ডকে তোলার কথা ছিল।
তলা ফেটে অথবা বুস দিয়ে পানি প্রবেশ করে নিমজ্জ্বিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার ব্যাপারে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে ক্রিস্টাল গ্রুপ সূত্রে জানা গেছে।