বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন পরিষদের উদ্যোগে আগামী (১২ জুন) শনিবার অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হবে।
ওয়েবিনারে প্রধান অতিথি থাকবেন ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী( উপমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়)। প্রধান আলোচক পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমদ।
ঘাসফুল চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি থাকবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ মজিবুল হক (এমপি), এরোমা দত্ত (এমপি), রাশেদা কে চৌধুরী(তত্ত্বধায়ক সরকারের সাবেক উপদেষ্টা), সুলতানা আফরোজ (সচিব এবং সিইও পাবলিক-প্রাইভেট পার্টনারশীপ অথরিটি), কে এম আবদুস সালাম (সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়), আবদুল করিম (সাবেক মুখ্য সচিব), মাফরুহা সুলতানা (সচিব (অবঃ), এ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির এবং ইউসেপ বাংলাদেশ এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক পরিচালক দিদারুল আনাম চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখবেন বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উদযাপন পরিষদ চট্টগ্রাম’র আহ্বয়ক ও ঘাসফুল’র প্রধান নির্বাহী আফতাবুর রহমান জাফ