বিজনেসটুডে২৪ ডেস্ক
তুরস্কে বিশাল মজুতের সোনার খনির সন্ধান মিলেছে। এতে মজুত সোনার আনুমানিক মূল্য ১২০ কোটি মার্কিন ডলার।
তুরস্কের শিল্প ও প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা ভারাঙ্ক এই ঘোষণা দিয়েছেন।বৃহস্পতিবার একটি সোনার খানির গ্রাউন্ড ব্রেকিং অনুষ্ঠানে তিনি বলেন, তুরস্কের পূর্বাঞ্চলীয় কৃষি প্রদেশে এই সোনার খনির সন্ধান মিলেছে। যেখান থেকে ২০ টন সোনা আহরণ করা যাবে।
তুরস্কে পাওয়া অন্য খনি থেকে নতুন আবিষ্কৃত খনির ধাতুর মান অনেক উন্নত। গ্রেড ভ্যালু ০.৯২। এ খাতে ১৬ কোটি ডলার বিনিয়োগ দরকার বলেও উল্লেখ করেন তিনি।