বিজনেসটুডে২৪ ডেস্ক
অপূর্ব এক গায়কীতে কুলফির মহিমা কীর্তন করছেন ডোনাল্ড ট্রাম্প। তা দেখতেই টুইটার পোস্টে হুড়োহুড়ি। ২৩ সেকেন্ডের ভিডিও ক্লিপটি শেয়ার করেছিলেন পাকিস্তানী গায়ক শেজাদ রয়।
তবে প্রথম ঝলকে ডোনাল্ড ট্রাম্প মনে হলেও পরক্ষণে সামলে নিলেন নেটিজেনরা। না, কুর্তা-পাজামা পরিহিত ধবধবে চেহারার এই কুলফি বিক্রেতা ডোনাল্ড ট্রাম্প নন। তিনি পাকিস্তানের সাহিওয়াল শহরের বাসিন্দা। দেখতে অবিকল ট্রাম্পের মত। কণ্ঠস্বরেও রয়েছে মিল।
ভিডিওটিতে দেখা যায়, কুলফি ফেরির সময় উদাত্ত কণ্ঠে গান গাইছেন বিক্রেতা। ঘটনাচক্রে তিনি অ্যালবিনিসিম বা শ্বেতী চর্মরোগের শিকার। চামড়া এবং চুলের মধ্যে সেই শ্বেত প্রতিফলনে এক দেখাতেই তাঁকে পশ্চিমী বলে ভুল হয়। তার ওপরে আদলে ট্রাম্পের সঙ্গে অবিকল সাদৃশ্য। সব মিলিয়ে তাঁর চেহারার দিকেই চোখ যায় সকলের। যদিও কুলফি বিক্রেতার অপূর্ব গায়কীতে মুগ্ধ হয়েই ভিডিও ক্লিপটি টুইটারে শেয়ার করেছিলেন গায়ক শেজাদ রয়। মন্তব্যে লিখেছিলেন, এই অপূর্ব গায়কের পরিচয় জানতে চান। কেউ যদি তাঁকে চেনেন তবে খোঁজ দিন।
সেই পোস্ট নিমেষে ভাইরাল হয়। অজস্র শেয়ার এবং দুশোরও বেশি কমেন্টে উচ্ছ্বাস প্রকাশ করেন নেটিজেনরা। কেউ লেখেন ‘ পাকিস্তানের ট্রাম্প!’ কেউ বলেন, ‘ চিনি তো, সাহিওয়ালের মানুষ উনি, এলাকায় জনপ্রিয়।’
উল্লেখ্য, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অন্তর্গত সাহিওয়াল এক সমৃদ্ধ বড় শহর। বিশুদ্ধ জল এবং ভাল মানের মোষের দুধের জন্য এই এলাকা নামকরা। সেই মোষের দুধের ক্ষিরে সুগন্ধী গোলাপ জল এবং বাদাম মিশিয়ে গরমের সময়ে কুলফি তৈরি হয়। টুইটারে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প সেই সুস্বাদু কুলফিই বিক্রি করছিলেন গান গেয়ে। যদিও তাঁর নাম এখনও জানা যায়নি। গায়ক শেজাদ সেই খোঁজেই আছেন। ফেরিওয়ালার অসাধারণ সঙ্গীত প্রতিভার খোঁজ পেয়েই তিনি আলাপে আগ্রহী। অন্যদিকে চেহারার আকর্ষণে মজেছেন নেটিজেনরা।