বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আজ বৃহস্পতিবার থেকে ব্যাংক লেনদেনের সময় বাড়লো। সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন চলবে স্বাস্থ্যবিধি মেনে। এই ব্যবস্থা আগামী ১৫ জুলাই পর্যন্ত।
বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতদিন ব্যাংকে লেনদেন চলছিল বেলা ৩টা পর্যন্ত। ব্যাংকের আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অফিসে থাকতে হয়েছে। ব্যাংকের আনুষঙ্গিক কাজ শেষ করতে কর্মীদের আজ থেকে অফিসে থাকতে হবে বিকেল ৫টা পর্যন্ত।
গত ৩১ মে থেকে ব্যাংকের লেনদেনের সময় সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত করে বাংলাদেশ ব্যাংক। দেশে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ নিয়ে সরকার সতর্ক অবস্থান নেওয়ার শুরু থেকে অর্থাৎ এ বছরের এপ্রিলের প্রথম থেকে ব্যাংকগুলোর লেনদেনের সময় কমিয়ে আনা হয়। প্রথম দিকে মাত্র আড়াই ঘণ্টা ব্যাংক খোলা রাখা হয় যাতে বিধিনিষেধের মধ্যে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা যায়। পরে করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যুর হার কমে আসতে শুরু করলে ব্যাংক লেনদেনের সময় বাড়ানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।