Home সারাদেশ খুলনার ১৩৫১ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে রবিবার

খুলনার ১৩৫১ ভূমিহীন পরিবার ঘর পাচ্ছে রবিবার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

খুলনা: মুজিববর্ষ উপলক্ষে দ্বিতীয় দফায় আগামী রবিবার খুলনার ৯ উপজেলার ভূমিহীন ১ হাজার ৩শ ৫১ পরিবার ঘর পাচ্ছে ।

জেলা প্রশাসনসূত্রে জানা যায়, দ্বিতীয় দফায় ফুলতলা উপজেলার ৬ পরিবার, কয়রা, বটিয়াঘাটা ও দিঘলীয়া উপজেলার ৩০ পরিবার করে, তেরখাদা উপজেলায় ৪০ পরিবার, দাকোপ উপজেলায় ২শ পরিবার, রূপসা উপজেলায় ২শ ১৫ পরিবার, পাইকগাছা উপজেলা ৩শ পরিবার এবং ডুমুরিয়া উপজেলায় ৫শ পরিবার ঘর পাবে।

প্রথম দফায় জেলার ৯শ ২২ গৃহহীন ঘর পেয়েছে। এবারে ঘরের সাথে সাথে দলিলও পাবে। ভূমিহীনরা। প্রথম দফায় প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৭১ হাজার টাকা, দ্বিতীয় দফায় প্রতিটি ঘরের জন্য ১ লাখ ৯০ হাজার টাকা ব্যয় হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনামূলক ফোল্ডার পাঠানো হয়েছে। প্রতিটি পরিবার ২শতক করে জমি পাবেন।

মুজিববর্ষ উপলক্ষে খুলনা জেলায় ৫ হাজার গৃহহীন পরিবারকে ঘর উপহার দেয়া হবে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর দেয়া হচ্ছে।