Home Third Lead রাজ. ভার্সিটিতে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের অবরোধ

রাজ. ভার্সিটিতে ‘অবৈধ’ নিয়োগপ্রাপ্তদের অবরোধ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রাজশাহী : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক উপাচার্য এম আবদুস সোবহানের শেষ দিনে দেওয়া ‘অবৈধ’ নিয়োগে নিয়োগপ্রাপ্তরা উপাচার্য ভবনের সামনের রাস্তা অবরোধ করে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনকারীদের একজন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি মাহাফুজ আল আমিন বলেন, আমাদের একটাই দাবি, আমরা চাকরিতে যোগদান করতে চাই। আমরা এখানে সন্ধ্যা থেকে অবস্থান নিয়েছি, যোগদানের ঘোষণা না দেয়া পর্যন্ত আমাদের অবস্থান আমরা ছাড়বো না।

মঙ্গলবার সন্ধ্যা থেকে তারা উপাচার্য ভবন অবরুদ্ধ করে এই কর্মসূচি শুরু করে। পরবর্তীতে আজ (বুধবার) সকালে তারা উপাচার্য ভবনের সামনে থেকে সরে এসে মূল সড়ক প্যারিস রোডে অবস্থান নেন। বেলা আড়াইটা পর্যন্ত সেখানেই ছিলেন তারা। সভা শুরুর আগেই সন্ধ্যা ৬টা থেকেই ‘অবৈধ’ নিয়োগে চাকরিপ্রাপ্ত ছাত্রলীগ ও যুবলীগের প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে আন্দোলনের মুখে রাত সাড়ে ৮টায় সভা স্থগিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সভা স্থগিত করা হলেও তারা তাদের পূর্বের ঘোষণা অনুযায়ী উপাচার্য ভবনের সামনেই অবস্থান করেছেন।