এসএফএস তথা শ্রীমঙ্গল চলচ্চিত্র সংসদের দুই নির্মাতার দু’টি চলচ্চিত্র প্রদর্শিত হবে অন্তর্জাল চলচ্চিত্র উৎসব ২.২ এ।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ “অন্তর্জাল চলচ্চিত্র উৎসব ২.২” এর আয়োজন করে। আগামী ১ জুলাই বৃহস্পতিবার উৎসবটির উদ্বোধন ও প্রদর্শনী শুরু হবে। উক্ত উৎসবের জন্য অফিসিয়ালি ১৩ টি চলচ্চিত্রের সিলেকশন করা হয়। তার মধ্যে এসএফএস এর দু’টি চলচ্চিত্রের অফিসিয়াল সিলেকশন হয়।
কে. এ. রহমান সুজন (প্রতিষ্ঠাতা, এসএফএস) নির্মিত চলচ্চিত্র ‘নিশ্চয়তা’ ও কাজী এ. আর. শুভ (সহ-প্রতিষ্ঠাতা, এসএফএস) নির্মিত চলচ্চিত্র ‘মুদ্রা’ প্রদর্শিত হবে উৎসবে।
‘নিশ্চয়তা’ চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন- শুভ এবং অভিনয় করেছেন- ফয়সাল শুভ, টিপু সরকার ও কুনাল দত্ত। ‘মুদ্রা’ চলচ্চিত্রটির চিত্রনাট্য করেছেন কবি ও শিক্ষক জহিরুল মিঠু এবং অভিনয় করেছেন- মৃত্যুঞ্জয় পাল ও বিপুল ঋষি।
‘নিশ্চয়তা’-র এই প্রথম কোন ফিল্ম ফেস্টিভ্যালে সিলেকশন হলেও, ‘মুদ্রা’-র এটি দ্বিতীয় সিলেকশন। দুটিই স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র।
-সংবাদ বিজ্ঞপ্তি