Home সারাদেশ ময়মনসিংহ শহরে পুলিশের মাস্ক বিতরণ

ময়মনসিংহ শহরে পুলিশের মাস্ক বিতরণ


ময়মনসিংহ থেকে তাপস কর: জেলা পুলিশ শহরে মাস্ক বিতরণ করেছে।

বৃহস্পতিবার সকালে পাটগুদাম ব্রীজ মোড়ে মাস্ক বিতরণ করা হয়। অতিরক্তি পুলিশ সুপার (প্রশাসন) কৃষিবিদ ফজলে রাব্বি মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, করোনা ভয়বাহতা ক্রমেই বাড়ছে। নিজে, পরিবার এবং দেশকে ভয়াবহ করোনা থেকে রক্ষা করতে মাস্ক পরিধান করার বিকল্প নেই। তিনি আরো বলেন, মাস্ক পড়ার পাশাপাশি নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আলাউদ্দিন, হাফিজুল ইসলাম, কোতোয়ালী মডেল থানর ওসি ফিরোজ তালুকদার, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান, ডিবির ওসি শাহ কামাল আকন্দসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে জেলা পুলিশ বিভিন্ন যানবাহনের যাত্রী, চালকসহ সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে।