দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম’র সাথে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-চট্টগ্রাম নেতৃবৃন্দের আজ বুধবার ৮ জানুয়ারি বিকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় চেম্বার পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট-চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, মহাসচিব ফাহিম উদ্দিন, মুক্তিযোদ্ধা মো. হারিস, গণ অধিকার চর্চা কেন্দ্রের যুগ্ম-আহবায়ক সোলেমান খাঁন ও সদস্য সচিব মশিউর রহমান খাঁন এবং জননেতা রহমত উল্ল্যা চৌধুরী ফাউন্ডেশন চেয়ারম্যান রুবা আহসান উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে চেম্বার সভাপতি মাহবুবুল আলম মাতৃভাষা বাংলার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে জনমত গঠনে সময়োপযোগী এই উদ্যোগ গ্রহণের জন্য উপস্থিত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি সকল ক্ষেত্রে বাংলা ভাষা প্রচলনে এতদঞ্চলের ব্যবসায়ী ও শিল্পপতিদের আইন এবং উচ্চ আদালতের নির্দেশ মেনে ব্যবসা প্রতিষ্ঠানের নামফলকে বাংলার প্রাধান্য আনতে যথাযথ ভূমিকা রাখবেন বলে নেতৃবৃন্দকে অবহিত করেন।
স্মারকলিপি প্রদানকালে ডা. মাহফুজুর রহমান বলেন-বাংলাদেশ স্বাধীন হয়েছে ভাষাভিত্তিক জাতীয়তাবাদের ভিত্তিতে। বাংলাকে রাষ্ট্র ভাষা এবং সর্বত্র প্রতিষ্ঠা করতে জাতির জনক বঙ্গবন্ধুর ভূমিকা অনস্বীকার্য। কিন্তু দুঃখের বিষয় সকল ক্ষেত্রে বাংলা ভাষা ব্যবহারের নির্দেশ থাকা সত্ত্বেও তা যথাযথভাবে পালিত হচ্ছে না। তাই এতদঞ্চলের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন হিসেবে সকল ব্যবসা প্রতিষ্ঠানের নামফলকের উপরের ৬০ ভাগ বাংলা ও নীচের ৪০ ভাগ অন্য যেকোন ভাষায় লিখতে আসন্ন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের এই ব্যতিক্রমী জনমত গঠনে তিনি চেম্বার সভাপতির আন্তরিক সহযোগিতা কামনা করেন। -সংবাদ বিজ্ঞপ্তি