Home First Lead তিউনিসিয়ায় সাগর থেকে বাংলাদেশিসহ ২৬৭ জনকে উদ্ধার

তিউনিসিয়ায় সাগর থেকে বাংলাদেশিসহ ২৬৭ জনকে উদ্ধার

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

তিউনিসিয়া উপকূল রক্ষী বৃহস্পতিবার ২৬৭ জন অভিবাসন প্রত্যাশীকে ভূমধ্য সাগর থেকে উদ্ধার করেছে। এদের অধিকাংশ বাংলাদেশি বলে অনুমান করা হয়েছে।

আন্তর্জাতিক অভিবাস সংস্থা ( আইওএম ) জানায়, ঐ অভিবাস প্রত্যাশীরা লিবিয়া হয়ে নৌকায় ইউরোপে যাচ্ছিল। মাঝ সমুদ্রে তাদের নৌকাটি ভেঙ্গে যায়। তিউনিসিয়া উপকূল রক্ষী  অভিবাসন প্রত্যাশীদের লিবিয়া সীমান্তের বেন গর্দান বন্দরে পৌঁছাতে সাহায্য করেন। আইওএম এবং রেড ক্রিসেন্টের হাতে তুলে দেয়া হয়েছে।

আইওএমের বিবৃতি থেকে জানা গেছে, তিউনিসিয়ান জেরবার দ্বীপের একটি হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাদের।

লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার সময় গত জানুয়ারি থেকে এক হাজারের বেশি মানুষ তিউনিসিয়ায় আটকা পড়েন। এমন মানুষের সংখ্যা দিনকে দিন বাড়ছে বলে জানায় আইওএম।