বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনায় চট্টগ্রামে ৭ জন এবং খুলনায় ১৭ জনের মৃত্যু হয়েছে ২৪ ঘণ্টায়।
চট্টগ্রামে এক হাজার ৩৬০টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৩০০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৭ জনের।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামে শনিবার নমুনা পরীক্ষা করে নগরীর ২০৪ এবং বিভিন্ন উপজেলার ৯৬ জনের করোনা পজিটিভ আসে। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ জনের। তাদের মধ্যে ৬ জন উপজেলার এবং একজন নগরীর।
এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় মোট ৫৭ হাজার ৬৭০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। করোনাভাইরাসে মারা গেছেন মোট ৬৮১ জন।
খুলনার তিন হাসপাতালে ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে।
খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১২ জন, খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে দুইজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন তারা।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেড জোনে ৯ জন ও ইয়েলো জোনে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪২ জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। আইসিইউতে রয়েছেন ১৯ জন।রবিবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, খুলনা জেনারেল (সদর) হাসপাতালের করোনা ইউনিটে দুইজনের মৃত্যু হয়েছে।