নিয়ামতপুর(নওগাঁ) থেকে মো. ইমরান ইসলাম: উপজেলার প্রতিটি গ্রামে প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে আওয়ামীলীগের নেতাকর্মীদের দিয়ে কমিটি গঠন করে এই অদৃশ্য শত্রু করোনাকে মোকাবেলা করতে হবে। প্রত্যেক মানুষকে সচেতন করে তুলতে হবে। শতভাগ মাস্ক পরিধান করে বের হতে হবে। জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন ঘরের বাইরে বের না হয়। ঘরের বাইরে বের হলে মাস্ক পরিধান ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
শনিবার বেলা ৩টার দিকে জেলা পরিষদ অডিটোরিয়ামে স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যমন্ত্রীর তহবিল হতে চেক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন বাবরসহ ৮টি ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরকে ৯ লক্ষ ৫০ হাজার টাকার চেক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ১০টি বাই সাইকেল বিতরণ করা হয়।