Home আন্তর্জাতিক কানাডার তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁইছুঁই

কানাডার তাপমাত্রা ৫০ ডিগ্রি ছুঁইছুঁই

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

কানাডার একাধিক শহরে হাঁসফাঁস গরম। গত কয়েকদিন ধরেই দাবদাহ বাড়ছিল পাল্লা দিয়ে। আগের দিনের রেকর্ড ভেঙে যাচ্ছে পরের দিন। কিন্তু মঙ্গলবার ছিল প্রায় ৫০ ডিগ্রি ছুঁইছুঁই তাপমাত্রা।

কানাডার আবহাওয়া অফিস বলেছে, এটাই সে দেশের সর্বকালীন রেকর্ড। ১৯৭৮ সালে একবার তাপমাত্রা ৪৭ ডিগ্রি পার করেছিল। কিন্তু এইরকম গরম কখনও পড়েনি কানাডার কোনও শহরে।

দাবদাহের কারণে লিট্টন, ব্রিটিশ কলম্বিয়ার মতো শহরে সতর্কতা জারি করেছে প্রশাসন। লিট্টন ক্লাইমেট স্টেশন জানিয়েছে মঙ্গলবার বিকেল চারটে কুড়ি মিনিটে তাপমাত্রা ছিল সর্বোচ্চ, ৪৯.৫ ডিগ্রি।

বিশেষজ্ঞদের মতে, আবহাওয়া পরিবর্তনের কারণেই এই দাবদাহ। তা ছাড়া পরিবেশের ভারসাম্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। কানাডার হাওয়া অফিসের তথ্য বলছে ইউএস-প্যাসিফিক অঞ্চলে গত কয়েক বছর ধরেই তাপমাত্রা বাড়ার ধারাবাহিকতা রয়েছে। তবে এবার তা সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।