শামসুল ইসলাম
করোনা বিপর্যয়ের মধ্যেও কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড করেছে চট্টগ্রাম বন্দর। সদ্যসমাপ্ত অর্থবছর বন্দরে আমদানি ও রপ্তানি মিলে প্রায় ৩১ লাখ টিইইউস (টুয়েন্টি ফিট ইক্যুইভেলেন্ট ইউনিটস) কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে।
চট্টগ্রাম বন্দরের ট্রাফিক বিভাগ সূত্র জানায়, গত অর্থবছর মোট কন্টেইনার ওঠানামা হয়েছে ৩০ লাখ ৯৭ হাজার ২৩৬ টিইইউস। এর মধ্যে আমদানি পণ্যবাহী কন্টেইনার ছিল ১৬ লাখ ৫৮ হাজার ৩৩০ টিইইউস এবং রপ্তানি পণ্যবাহী কন্টেইনার ১৪ লাখ ৩৮ হাজার ৯০৬ টিইইউস। বন্দরের তথ্য মতে, আগের অর্থবছরের চেয়ে বিদায়ী অর্থবছরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩ দশমিক ১০ শতাংশ। ২০১৯-২০ অর্থবছর হ্যান্ডলিং হয় ৩০ লাখ ৪ হাজার ১৪২ টিইইউস কন্টেইনার।
কন্টেইনারের পাশাপাশি শিপ হ্যান্ডলিংয়েও রেকর্ড হয়েছে চট্টগ্রাম বন্দরে। বিদায়ী অর্থবছর মোট ৪ হাজার ৬২ জাহাজ আসা-যাওয়া করেছে। এর মধ্যে বেশি জাহাজ এসেছে এপ্রিলে। ওই মাসে চট্টগ্রাম বন্দরে আগমনকারী জাহাজের সংখ্যা ৩৯৬। আগের অর্থবছর বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয় ৩ হাজার ৭৬৪টি। বিদায়ী অর্থবছর জাহাজ হ্যান্ডলিং বেড়েছে ৭ দশমিক ৯২ শতাংশ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, বৈশ্বিক মহামারী করোনার নেতিবাচক প্রভাব পৃথিবীর অন্যান্য বন্দরের মতো পড়েছে আমাদের এখানেও। কিন্তু দেশের অর্থনীতি সচল রাখতে আমরা বদ্ধপরিকর ছিলাম। ফলে এই করোনার মধ্যেও গতি হারায়নি চট্টগ্রাম বন্দর। কর্তৃপক্ষ, ব্যবহারকারীসহ অনেকগুলো সংস্থা বন্দরের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। সবার আন্তরিকতা ও সম্মিলিত প্রয়াসে বৈশ্বিক বিপর্যয়ের মধ্যেও বন্দর এগিয়েছে। আগের বছরের ধাক্কা কাটিয়ে কম সময়ে কন্টেইনার হ্যান্ডলিংয়ে নতুন রেকর্ড করেছে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক কার্যক্রমের সঙ্গে বেড়েছে আমদানি-রপ্তানি। এসবের সঙ্গে তাল মিলিয়ে বন্দরের গতিশীলতা বৃদ্ধির ইয়ার্ড সম্প্রসারণ, কি গ্যান্ট্রি ক্রেনসহ আধুনিক যন্ত্রপাতি স্থাপনসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।। এসবের ইতিবাচক প্রভাব পড়েছে কন্টেইনার হ্যান্ডলিংয়ে।
চট্টগ্রাম বন্দরের গত সাত অর্থবছরের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, ২০১৩-১৪ অর্থবছরে ১৬ লাখ ২৫ হাজার ৫০৯ টিইইউস, ২০১৪-১৫ অর্থবছর ১৮ লাখ ৬৭ হাজার ৬২ টিইইউস, ২০১৫-১৬ অর্থবছর ২১ লাখ ৮৯ হাজার ৪৩৯ টিইইউস, ২০১৬-১৭ অর্থবছর ২৪ লাখ ১৯ হাজার ৪৮১ টিইইউস, ২০১৭-১৮ অর্থবছর ২৭ লাখ ৫ হাজার ৯০৯ টিইইউস, ২০১৮-১৯ অর্থবছর ২৯ লাখ ১৯ হাজার ২৩ টিইইউস ও ২০১৯-২০ অর্থবছর ৩০ লাখ ৪ হাজার ১৪২ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়।
-দেশ রূপান্তর