বিজনেসটুডে২৪ ডেস্ক
ফিলিপিন্সে সেনাবাহিনীর বিমান ভেঙে মারাত্মক দুর্ঘটনা । অন্তত ৪৫ জন মারা গেছেন বলে সে দেশের সরকারি সূত্রের খবর। গুরুতর জখম অবস্থায় খুঁজে পাওয়া গেছে ৩০ জনকে। উদ্ধারকার্য চলছে।
জানা গেছে, দুর্ঘটনাগ্রস্ত বিমানটির যাত্রীরা সকলেই সদ্য জাতীয় সেনা স্কুলে স্নাতক হয়েছিলেন। তার পরে রবিবার কাজে যোগ দিতে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু তা আর হল না। ৪৫ জন তরতাজা যুবক চিরতরে প্রাণ হারালেন, বাকিরা হাসপাতালে লড়ছেন মৃত্যুর সঙ্গে। ১৭ জনকে এখনও খুঁজেই পাওয়া যায়নি।
ফিলিপিন্সের সংবাদমাধ্যম সূত্রের খবর, সিই ১৩০ হারকিউলিস নামের ওই সেনা বিমানটি রাজধানী থেকে সুলু দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল। ফিলিপিন্সের ওই দক্ষিণ প্রান্তের দ্বীপে সাম্প্রতিক কালে অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় ফিলিপিন্স প্রশাসন সিদ্ধান্ত নেয় সদ্য পাশ করা যুবকদের নিয়ে তৈরি করা নতুন সেনাবাহিনী মোতায়েন করা হবে ওই প্রত্যন্ত অঞ্চলে। সেই কারণেই বিমানে করে যাচ্ছিলেন তাঁরা। আজ, রবিবার থেকেই কাজে যোগ দেওয়ার কথা ছিল এই তাঁদের।
গত মাসেও ফিলিপিন্সে একটি ব্ল্যাক হক হেলিকপ্টার ৬ জন যাত্রী-সহ ভেঙে পড়েছিল। তবে এ দ্বীপরাষ্ট্রে এর আগে কখনও এত দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনা ঘটেনি। স্থানীয় সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় যেসব ছবি ও ভিডিও ছড়িয়েছে, তাতে দেখা যাচ্ছে বিমানের ধ্বংসাবশেষ দাউদাউ করে জ্বলছে। তবে চারটি ইঞ্জিনের এই বিমানটি যে অঞ্চলে আছড়ে পড়ে সেখানে জনবসতি কম থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে।
ঠিক কী কারণে বিমান ভেঙে পড়ল তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে একে দুর্ঘটনা বলেই জানিয়েছে সে দেশের বায়ুসেনা। গুলি ছুড়ে বা অন্য কোনও ভাবে বিমানটিকে নামানো হয়েছে, এমন প্রমাণ পাওয়া যায়নি।