Home Uncategorized জেবেল আলী বন্দরে জাহাজে অগ্নিকাণ্ড

জেবেল আলী বন্দরে জাহাজে অগ্নিকাণ্ড

ছবি: ইন্টারনেট

বিজনেসটুডে২৪ ডেস্ক

দুবাইয়ের জেবেল আলী বন্দরে অবস্থানরত একটি জাহাজে আগুন লাগার ঘটনায় প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায়। লোকজন ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন।

দুবাই মিডিয়া অফিস থেকে বিবৃতিতে বলা হয়েছে, ‘একটি কন্টেইনার বিস্ফোরণের পর বন্দরে নোঙর করা একটি জাহাজে আগুন ধরে যায়। পরে বন্দর কর্তৃপক্ষ সেটি নিয়ন্ত্রণে আনে।’মিডিয়া অফিস বলছে, এই ধরনের ঘটনা পৃথিবীর যেকোনো স্থানে ঘটতে পারে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার পর জাহাজটি থেকে কমলা রংয়ের জ্বলন্ত শিখা বের হতে দেখা যায়। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার পর স্থানীয়দের ভেতর আতঙ্ক ছড়ায়। ২৫ কিলোমিটার এলাকার ভেতর যারা ছিলেন তারা দরজা-জানালা বন্ধ করে বাসা থেকে নেমে পড়েন।

বিস্ফোরণ এলাকার পাশে তিনটি অঞ্চল রয়েছে, যেখানে সাধারণ মানুষ বসবাস করেন। ঠিক কী কারণে এমনভাবে আগুন লাগল সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। দুবাই প্রশাসন বৃহস্পতিবার সকালে বিবৃতি দিয়ে জানিয়েছে, দমকল কর্মীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কেউ হতাহত হননি।

দুবাইয়ের এই বন্দরটি অন্যতম ব্যস্ত এলাকা। মধ্যপ্রাচ্যের অনেক অর্থনৈতিক কর্মকাণ্ড এখান দিয়ে সচল থাকে।