Home সারাদেশ স্ত্রীকে শ্বাসরোধে ‘হত্যা’, স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে শ্বাসরোধে ‘হত্যা’, স্বামী গ্রেপ্তার

গাজীপুর থেকে মোঃ রাসেল মিজি: মহানগরের নিয়ামত সড়ক এলাকার রোজিনা আক্তার (৩৪) খুনের ঘটনায় পলাতক তার স্বামী মো. সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত প্লাস্টিকের চিকন দড়ি, দুইটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।


গ্রেপ্তারকৃত মো. সেলিম (৪৬)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার বারোগরিয়া গ্রামের আইন উদ্দিন ব্যাপারীর ছেলে। নিহত গৃহবধূ হলেন রোজিনা আক্তার (৩৪)। তিনি জয়দেবপুর নিয়ামত সড়কে শামসুর রহমানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় ডিবিএল পোশাক কারখানায় কাজ করতেন।
শুক্রবার বিকালে র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত সেলিমের সঙ্গে তার স্ত্রী রোজিনা আক্তারের মনোমালিন্য চলছিল। এটি মীমাংসার জন্য গত বুধবার খিলগাঁও থেকে গাজীপুরের সদর থানার শহীদ নিয়ামত সড়ক এলাকায় তার স্ত্রীর ভাড়া বাসায় আসেন। পরে রাত আটটার সময় সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা তাদের মীমাংসার চেষ্টা করেন। কিন্তু তখন রোজিনা তাকে ঘরে ঢুকতে না দেওয়ায় ক্ষিপ্ত হন সেলিম। পরে গত বুধবার দিবাগত রাত দেড়টার সময় স্ত্রীর গলায় প্লাস্টিকের চিকন দড়ি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সেলিম।