বিজনেসটুডে২৪ ডেস্ক
রবিবার কাক ভোরের মেজাজ। টিভিতে কোপা ফাইনাল ম্যাচ দেখতে হবে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল ফুটবল প্রেমী জনতা। সাত সকালে চায়ের কাপ ও আর্জেন্টিনার জয়, দুটিই সমান তালে উপভোগ করলেন সবাই।
ব্রাজিল প্রেমীদের মন খারাপ, তারা ঘরের মাঠেও জিততে পারল কোপার আসর। কোচ তিতের জন্যও মন ব্যথাতুর, এত ভাল দলকে খেলিয়েও শেষ রক্ষা করতে পারলেন না। তারপরেও লিওনেল মেসির জন্য অকৃত্রিম ভালবাসা ছিল।
২১ মিনিটে ডি’মারিয়ার গোলের পর থেকেই জায়গা নিয়ে নেন আর্জেন্টিনা সমর্থকরা। তাঁদের আক্ষেপও ছিল মেসির একটা গোল থাকলে ভাল হতো। তিনি সেই সুযোগ পেয়েছিলেন একেবারে শেষে, কিন্তু পারেননি লক্ষ্য ভেদ করতে।
ব্রাজিলের খেলা দেখে যতটা না হতাশ, তারচেয়েও বেশি খুশি মেসির হাতে কাপ ওঠার কারণে। এত বড় তারকা, অথচ দেশের হয়ে কাপ ছিল না, সেই জন্য মেসির জন্য প্রার্থনা ছিল সমর্থকদের। সেই আশা পূরণ হয়েছে তাঁদের।
মেসির মতো তারকার হাতে কোনও দেশের হয়ে ট্রফি থাকবে না, এটা মানা যায় না, তাই সবাই মিলে এই নিয়ে ফুটবল দেবতার কাছে আর্জি জানিয়েছিলেন, সেই সাধ পূরণ হয়েছে। নেইমারকেও দেখা গিয়েছে, মেসিকে আলিঙ্গন করে কানে কানে কথা বলতে। হয়তো এটাই বলতে চেয়েছেন, বন্ধু, তোকে দিলাম এই কাপ, না হলে যে বড় আক্ষেপ থেকে যেত দুনিয়ার।