বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চরফ্যাশন (ভোলা) : আগুনে পুড়ে যাওয়া হাসেম ফুড লিমিটেডে কর্মরত ভোলার চরফ্যাশনের ২০ শ্রমিকের মধ্যে ১০ জনের কোন খোজ না পেয়ে পরিবারে চলছে শোকের মাতম। ভোলার জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী চৌধুরী নিখোঁজদের বিষয়ে খোঁজ নেয়ার ব্যবস্থা করেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন জানান, তিনি নিখোঁজ তিন জনের নাম পেয়েছেন। নিখোঁজ সাড়ে ১১ বছরের শিশু হাসনাইনের বাবা ফজলুর রহমান ও মা নাজমা বেগম জানান , দেড় মাস আগে এওয়াজপুর এলাকার জাহের সৈয়ালের ছেলে মোতালেব তার ছেলে প্রাইমারীর চতুর্থ শ্রেনিতে পড়ুয়া হাসনাইন , ভাই কবিরের ছেলে রাকিবসহ ২০জনকে নারায়নগঞ্জের এই ফ্যাক্টরিতে নিয়ে কাজ দেয়। আগুন লাগার পর থেকে তাদের সন্তানসহ ১০ জনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না ।
মোতালেবের সঙ্গে যোগযোগ করার চেস্টা করলেও তিনি ফোন ধরেন না। নিখোঁজদের মধ্যে যাদের নাম পাওয়া গেছে এরা হচ্ছে চরফ্যাশন উপজেলার আসলামপুরের গোলাম হোসেন মাঝির ছেলে মোঃ মহিউদ্দিন ( ২৫), আব্দুল্লাপুর মিনারাবাদের কবির মাঝির ছেলে রাকিব (২০) , একই এলাকার ফখরুল ইসলামের ছেলে মোঃ শামিম, আব্দুল মান্নানের ছেলে মোঃ নোমান, ইউছুফ , ফজলুর রহমানের ছেলে হাসনাইন ( ১১), তার ভাই কবিরের ছেলে রাকিব ( ১৬) । অন্যদের নাম জানাতে পারেননি ফজলুর রহমান । স্থানীয়রা জানায় নিখোঁজ রয়েছে তজুমদ্দিনের ইসমাইলের মেয়ে হাফেজা বেগম, ওই এলাকার রাকিবুল হাসান ও ইসমাইল ।
ফজলুর রহমান জানান, তিনি তার ছেলের ছবি নিয়ে লকডাউনের মধ্যে মটর সাইকেলে বরিশাল হয়ে নারায়নগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন।