Home Third Lead আফগানিস্তানে তালিবান-নিরাপত্তাবাহিনী তুমুল সংঘর্ষ

আফগানিস্তানে তালিবান-নিরাপত্তাবাহিনী তুমুল সংঘর্ষ

বিজনেসটুডে২৪ ডেস্ক

আফগানিস্তানে তালিবান আধিপত্য আরও জোরদার হচ্ছে। আমেরিকা সেনা সরাতে শুরু করার পর একের পর এক অঞ্চল তালিবানদের দখলে যাচ্ছে। সোমবার খবর মিলেছে, আফগানিস্তানের কেন্দ্রস্থলে গজনি শহরেও আধিপত্য কায়েম করে ফেলেছে তালিবানরা। গোটা শহর ঘিরে ফেলেছে তালিবান বাহিনী। স্থানীয়দের ঘরবাড়ি দখল করে সেখানে ঘাঁটি গেড়েছে। আফগান বাহিনীর সঙ্গে তুমুল গুলির লড়াই চলছে।

গজনিতে বহু বছর ধরেই তালিবানদের শক্তিশালী উপস্থিতি রয়েছে। কিন্তু এখন মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে আরও বেশি শক্তিসঞ্চয় করেছে তালিবান বাহিনী। প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা বলছেন, তালিবানদের সশস্ত্র বাহিনী এবারে ভয়ঙ্কর হামলা চালিয়েছে। তাদের অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের সঞ্চয়ও বিশাল। নিরাপত্তাবাহিনীর পক্ষে এঁটে ওঠা সম্ভব হচ্ছে না।

গজনি প্রদেশে কাউন্সিলের সদস্য হাসান রেজাই বলেছেন, গজনির পরিস্থিতি খুবই ভয়াবহ। আফগান নিরাপত্তা বাহিনী (এএনডিএসএফ)-র সঙ্গে প্রবল গুলির লড়াই চলছে। আফগান সেনাদের লক্ষ্য করে গুলি চালাচ্ছে তালিবানরা। স্থানীয় মানুষজনের বাড়িঘরও দখল করে নিয়েছে। দোকানপাট বন্ধ, রাস্তাঘাটও বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী তারেক আরিয়ান জানিয়েছেন, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কন্দহরে তালিবানদের আধিপত্য বিস্তার হয়েছে। সেখানে এখনও আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে। কাবুল ও কন্দহরের মাঝের মূল রাস্তাটাই হচ্ছে গজনির। সেখানেও এবার পুরোপুরি সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করছে তালিবানরা।

The Taliban in Afghanistan

এপ্রিল মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিন্ধান্তের কথা ঘোষণা করেন। তারপর থেকে মার্কিন বাহিনী সরে আসছে আফগানিস্তান থেকে। আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে এই সেনা প্রত্যাহারের পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। বাইডেনের ঘোষণার পরেই সেখানে মাথাচাড়া দিয়ে উঠেছে তালিবানরা। তাদের আধিপত্য থেকে বাঁচতে আফগানিস্তানের অনেক সরকারি আধিকারিকই গা ঢাকা দিতে শুরু করেছেন। তালিবানদের তরফেই জানানো হয়েছে, আফগানিস্তানের প্রায় ৮৫ শতাংশই নাকি তারা দখল করে ফেলেছে। এর মধ্যে ইরান সীমান্ত লাগোয়া অঞ্চলও রয়েছে।

আফগান সেনা সূত্র জানাচ্ছে, দেশের উত্তরাঞ্চল সহ দক্ষিণের একাধিক অঞ্চলও এখন তালিবানদের দখলে। দক্ষিণে কন্দহর ও হেলমন্দ এলাকায় তালিবানি জঙ্গিদের সঙ্গে হাজার হাজার লস্কর-ই-তৈবা জঙ্গিরা যোগ দিয়েছে। কন্দহরের স্থানীয় মানুষজনদের বাড়ি দখল করছে তারা, লোকজনকে পণবন্দি বানাচ্ছে। যদিও আফগান বাহিনীর দাবি, ওই সমস্ত এলাকা তালিবানদের থেকে পুনরুদ্ধারের চেষ্টা চলছে।