Home জাতীয় শিথিল হচ্ছে বিধিনিষেধ, আজ প্রজ্ঞাপন

শিথিল হচ্ছে বিধিনিষেধ, আজ প্রজ্ঞাপন

কোরবানির ঈদকে সামনে রেখে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে ঈদের দুই দিন পর অর্থাৎ ২৩ জুলাই পর্যন্ত সারাদেশের চলমান বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এই সময়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলবে সব ধরনের গণপরিবহন। খোলা যাবে শপিং মলসহ দোকানপাট।

সোমবার সরকারের এক তথ্য বিবরনীতে এসব কথা বলা হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করবে বলে তথ্য বিবরনীতে জানানো হয়।

তথ্যবিবরনীতে বলা হয়; বিধিনিষেধ শিথিল করার সময়ে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন এবং শপিং মলসহ দোকানপাট খোলা থাকবে। তবে গণপরিবহন চলতে হলে আসনসংখ্যার অর্ধেক যাত্রী বহন করতে হবে। কোরবানির হাটও বসবে। তবে ২৩ জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ জারি হবে।

কোরবানির ঈদ সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে টিকেট বিক্রি হবে অনলাইনে। সরকার ঈদ ঘিরে ১৫ থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল করায় ট্রেন চলাচলের বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

শ্রমজীবী মানুষসহ জীবিকার দিক বিবেচনা করে ঈদের আগে বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত হয়েছে বলে সরকারি সূত্রগুলো জানিয়েছে। তবে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর বর্তমান পরিস্থিতিতে বিধিনিষেধ শিথিল করলে পরিস্থিতি কেমন হবে, সেটা নিয়েও আশঙ্কা আছে।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ চলছে। প্রথমে ৭ জুলাই পর্যন্ত তা থাকলেও পরে তা আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়, যা বুধবার (১৪ জুলাই) শেষ হবে।