Home ব্যাংক-বিমা ব্যাংক লেনদেনের ব্যাপারে বুধবার সার্কুলার

ব্যাংক লেনদেনের ব্যাপারে বুধবার সার্কুলার

বিজনেসটুডে২৪ ডেস্ক

১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬ টা পর্যন্ত গণপরিবহণ, মার্কেট, দোকানপাট, রেস্তোরাঁসহ সবই চালুর ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ সময়ে ব্যাংক লেনদেন কিভাবে হবে সে বিষয়ে বুধবার সার্কুলার জারি করবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের আগের জারি করা সার্কুলার অনুযায়ী আগামীকাল বুধবার ব্যাংক লেনদেন হবে দুপুর আড়াইটা পর্যন্ত।

লকডাউন শিথিল করায় আগামী রবিবার ব্যাংক খোলা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঈদের আগে বৃহস্পতিবার (১৫ জুলাই ), রবিবার (১৮ জুলাই) এবং সোমবার (১৯ জুলাই) ব্যাংক খোলা থাকবে।

এই চারদিন ব্যাংকিং লেনদেনের সময়সীমা বুধবারের সার্কুলারে জানানো হবে।

মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা আজকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।