Home সারাদেশ মেহেরপুরে মসজিদ, মন্দির ও দরিদ্রদের মাঝে চেক বিতরণ

মেহেরপুরে মসজিদ, মন্দির ও দরিদ্রদের মাঝে চেক বিতরণ

মেহেরপুর থেকে জাহিদ মাহমুদ: মেহেপুরের গাংনীতে মসজিদ,মন্দির ও অসহায় দরিদ্র মানুষের মাঝে ৫লক্ষ ৬০হাজার টাকার অনুদানের  চেক বিতরণ করা হয়েছে।
 রবিবার (১৮ জুলাই) উপজেলা নিবার্হী অফিসের কার্যালয় থেকে ধর্ম মন্ত্রণালয় কর্তৃক ১ লক্ষ ৫৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
 উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেহেরপু-২(গাংনী)আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন (এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, ধর্ম মন্ত্রণালয়ের চেকগুলো বিতরণ করেন। উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম।


এ কর্মসূচির আওতায় ঢেপা পূর্বপাড়া মসজিদ ৭০ হাজার টাকা, জুগিন্দা জামে মসজিদ ২৫ হাজার টাকা, তেরাইল জোয়ার্দার পাড়া মসজিদ ৪০ হাজার টাকা ও গাংনী উপজেলা কেন্দ্রীয় মন্দিরে ২০ টাকাসহ সর্বমোট ১ লক্ষ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়।
পরে দুপুরে সংসদ সদস্যের নিজ বাসভবন থেকে উপজেলার বিভিন্ন গ্রামের ১৩ জন অসুস্থ অসহায় দরিদ্র মানুষের মাঝে ৪ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে এ অনুদানের চেক পেয়ে অসুস্থ অসহায় দরিদ্র মানুষ সন্তোষ প্রকাশ করেন সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন।