বিজনেসটুডে২৪ ডেস্ক
তীব্র দাবদাহ চলছে দুবাইয়ে। প্রচণ্ড গরমে পুড়ছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী। তাপমাত্রা এক সময় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল। তাই সূর্যের প্রখর তাপে প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম। তবে প্রযুক্তি আজকাল যে কোনও পরিস্থিতি সামাল দিতে মানুষের বড় ভরসা। সেই প্রযুক্তির সাহায্যেই দাবদাহ মোকাবিলা করছে ইউএই। তাদের ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি কৃত্রিম বৃষ্টি নামাচ্ছে হাইওয়েতে। বর্ষাকালের মতোই বৃষ্টি হচ্ছে। ডেইলি মেল-এর খবর, তাপপ্রবাহ মোকাবিলায় তারা ড্রোন প্রযুক্তি ব্য়বহার করে কৃত্রিম মেঘ বানাচ্ছে। তারপর সেই মেঘে ধাক্কা মারছে ইলেকট্রিক শক দিয়ে। সেই আঘাতে জমাট বাঁধা মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ছে।
এই কৃত্রিম বৃষ্টির ভিডিও নিজেদের ট্যুইটার হ্যান্ডলে শেয়ার করেছে ন্যাশনাল সেন্টার অব মেটেরোলজি। ভিডিওতে দেখা যাচ্ছে, বৃষ্টিভেজা হাইওয়ে দিয়ে ছুটে যাচ্ছে গাড়ি।
কয়েক মাস আগে এই প্রযুক্তি ব্যাখ্যা করে আমিরশাহির বৃষ্টি তৈরির বিজ্ঞান গবেষণা কর্মসূচির ডিরেক্টর আলেয়া আল-মাজরুই আরব নিউজকে বলেন, ইলেকট্রিক চার্জ এমিশন যন্ত্রপাতি ও কাস্টমাইজড সেন্সরের পেলোডের সাহায্যে এই ড্রোনগুলি কম উচ্চতায় উড়ে গিয়ে বাতাসের মলিকিউলে ইলেকট্রিক চার্জ দেবে, যা থেকে বৃষ্টি হবে।