বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জের রাজিবপুর ইউনিয়নের মমরেজপুর গ্রামের লাকী আক্তার একসঙ্গে ৩ সন্তানের মা হয়েছেন। রবিবার (২৫ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটে ময়মনসিংহ চুরখাই কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী বিভাগের লেবার ওয়ার্ডে স্বাভাবিক অবস্থায় ২টি পুত্র সন্তান ও ১টি কন্যা সন্তান প্রসব করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গ্রামের বাড়িতে থাকা অবস্থায় রবিবার ভোর রাতে প্রসব বেদনা শুরু হলে লাকী আক্তারকে সিএনজি করে ময়মনসিংহ চুরখাই কমিউনিটি বেজড্ মেডিকেল কলেজ হাসপাতালে গাইনী ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় । নিয়ে যাওয়ার ১৫ মিনিটের মধ্যেই প্রথমে ২টি ছেলে সন্তান ও পরে ১টি কন্যাসন্তান প্রসব করেন । লাকী আক্তার এর আগে ১ টি ছেলে ও ১ টি মেয়ে সন্তানের জননী । নবজাতকদের পিতা আজিজুর রহমান স্বপন বিষয়টি নিশ্চিত করে জানান , আলহামদুল্লিাহ রাব্বুল আলামীনের কাছে শুকরিয়া আদায় করছি নবজাতক ৩ জন সহ প্রসূতি সুস্থ আছে। সকলের কাছে দোয়া চাই ।
বিশেষজ্ঞদের মতে স্বাভাবিকভাবে একটি শুক্রাণু ও একটি ডিম্বাণুর নিষেকের ফলে একটি ভ্রূণ তৈরি হয় এবং সেটিই জরায়ুতে প্রতিস্থাপিত হয়ে মানবসন্তান হিসেবে ভূমিষ্ঠ হয়। কখনো কখনো দুটি বা তিনটি ডিম্বাণু একই মাসিকচক্রের সময়ে নিষিক্ত হলে দু-তিনটি বাচ্চা একই সঙ্গে হতে পারে। বিশ্বে সর্বাধিক আটটি শিশু একই সঙ্গে ভূমিষ্ঠ হওয়ার রেকর্ড আছে।