Home Third Lead শিল্পপতি বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা

শিল্পপতি বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা

বিজয় মাল্য

বিজনেসটুডে২৪ ডেস্ক

কিংফিশার এয়ারলাইন্সের চেয়ারম্যান বিজয় মাল্যকে দেউলিয়া ঘোষণা করল ব্রিটেনের আদালত। ভারত ছেড়ে পালিয়ে যাওয়া শিল্পপতি মাল্যের আর্থিক বিপর্যয়ে ডুবে যাওয়া কিংফিশার এয়ারলাইন্সের বিপুল দেনা যাতে পরিশোধ হয়, সেজন্য দুনিয়াজুড়ে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রয়াসে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নেতৃত্বে ১৩টি ভারতীয় ব্যাঙ্কের জোট এর ফলে বড় জয় পেল। কিংফিশারের জন্য মঞ্জুর হওয়া ৯ হাজার কোটি টাকার ঋণ ইচ্ছে করে শোধ করেননি, মাল্যের বিরুদ্ধে অভিযোগ  ব্যাঙ্কগুলির।  লন্ডনে ব্রিটিশ হাইকোর্টে মাল্য দেউলিয়া ঘোষিত হওয়ার ফলে এবার তার সম্পত্তি বাজেয়াপ্ত করা সম্ভব হবে। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করছেন তিনি।

মাল্যের বিরুদ্ধে ৯০০০ কোটি টাকার ব্যাঙ্কঋণ ফাঁকি দেওয়ার অভিযোগের তদন্ত  করছে সিবিআই ও ইডি। তাঁকে যাতে আটক করা হয়, সেজন্য ব্যাঙ্কগুলি সুপ্রিম কোর্টে যেতেই দেশ ছেড়ে বেরিয়ে যান ৬৮ বছরের মাল্য। তারপর থেকে তাঁকে প্রত্যর্পণের মাধ্যমে  ব্রিটেন থেকে দেশে ফেরাতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত। ব্রিটেনে আপাততঃ সেই মামলায় তিনি জামিনে রয়েছেন।

Kingfisher Airlines is burning but the owner's good times just keep rolling  — Quartz

এদিকে মাল্যকে ভারতের হাতে পাওয়ার ব্যাপারে বিদেশসচিব হর্ষবর্ধন শ্রিংলা জানিয়েছেন, ব্রিটিশ কর্তৃপক্ষ তাঁর প্রত্যর্পণের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত করেছে। জালিয়াতি ও অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগের মুখোমুখি হতে তাঁকে ভারতের হাতে তুলে দেওয়ার ব্যাপারে ভরসা, প্রতিশ্রুতি দিয়েছে তারা। ব্রিটেনে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার গায়ত্রী ইসার কুমারও জানিয়েছেন, মাল্যের ভারতে প্রত্যর্পণ একেবারে সুনিশ্চিত। শুধু আইনি প্রক্রিয়াই বাকি।

এই প্রেক্ষাপটেই মাল্যকে দেউলিয়া বলে জানিয়ে দিল ব্রিটিশ আদালত। হাইকোর্টের চ্যান্সেরি ডিভিশনের ভার্চুয়াল শুনানিতে চিফ ইনসলভেন্সিস অ্যান্ড কোম্পানির কোর্টের বিচারক মাইকেল ব্রিগস বলেন, আমি মাল্যকে দেউলিয়া ঘোষণা করলাম। ভারতীয় ব্যাঙ্কগুলির জোট তাদের পক্ষে যাতে দেউলিয়া ঘোষণার আদেশ বের হয়, সেজন্য সওয়াল করে। পাল্টা মাল্যের কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে দেনার বিষয়টি বিতর্কিত বলে সওয়াল করে বলেন, ভারতে বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে, ফলে ব্রিটেনের আদালতে তাঁকে দেউলিয়া ঘোষণার রায় বের হতে পারে না।