গাজীপুর থেকে মোঃ রাসেল মিজি: শ্রীপুরে ছিনতাইয়ে বাধা দেয়ায় মোখলেছুর রহমান (৩২) নামে এক মুদি দোকানদারকে ছুরিকাঘাতে খুন হয়েছে । এ ঘটনার পর স্থানীয় জনতা ছিনতাইকারী মো. রুবেল মিয়াকে (৩০) আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১১টায় বেড়াইদের চালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মোখলেছুর রহমান ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা গ্রামে স্ত্রী ও দুই ছেলে-মেয়েকে নিয়ে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন।
আটক মো. রুবেল মিয়া ঝালকাঠির রাজাপুর থানার নৈহাটি গ্রামের শামসুল হকের ছেলে। সে স্থানীয় এলাকায় তিনদিন যাবৎ আত্মীয়-বন্ধুর বাড়িতে বেড়াতে আসে।
প্রত্যক্ষদর্শী ও শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া জানান, নিহত মোখলেছুর রহমান শ্রীপুর পৌর এলাকার বেড়াইদেরচালা (লিচু বাগান) এলাকায় জাহাঙ্গীর সুপার মার্কেটে দোকান ভাড়া নিয়ে বিকাশ লেনদেন ও মুদি ব্যবসা করতেন। ঘটনার সময় অভিযুক্ত যুবক রুবেল তিনদিন যাবৎ না খেয়ে রয়েছে বলে জানিয়ে ওই দোকানে প্রবেশ করে। সেখানে বসে কৌশল করে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা হাতিয়ে নিতে থাকে। এতে তাকে বাধা দিলে রুবেলের সাথে থাকা ছুরি দিয়ে দোকানদার মোখলেছুর রহমানকে গলা কেটে টাকা লুট করার চেষ্টা করে। এসময় চিৎকার শুনে আশপাশে থাকা লোকজন দৌড়ে আসলে রুবেল পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে পুলিশ কে খবর পাঠায়। অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাস্থলে মৃত্যু হয় মোখলেছুর রহমানের। নিহতের মরদেহের উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরর প্রক্রিয়া চলছে ।