ময়মনসিংহ থেকে তাপস কর: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি অক্সিজেন সিলিন্ডার ও ফ্রি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন সিটি কর্পোরেশন মেয়র মো.ইকরামুল হক টিটু এবং ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম (সিআইপি)।
বুধবার বেলা ১২টায় মমেকহার কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল কবীরের হাতে এসব সামগ্রী তুলেদেন মসিক মেয়র ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি।
অনুষ্ঠানে মেয়র টিটু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, করোনা মহামারিতে সারা বিশ্বে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনন্য নজির স্থাপন করেছেন। আর আমরা প্রধানমন্ত্রীর ডাকেই পূর্বের মতো করোনার এই অশুভ লগ্নে স্বাস্থ্যসেবা এবং জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনেও করে যাবো।
অনুষ্ঠানে ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ আমিনুল হক শামীম করোনা প্রতিরোধে সকল ব্যবসায়ীকে এক যোগে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আমরা পূর্বেও সবার পাশে ছিলাম এবং সামনেও থাকবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ চিত্তরঞ্জন দেবনাথ, বিএমএ সভাপতি ডাঃ মতিউর রফমান ভূইয়া, বিএমএ সাধারণ সম্পাদক এইচ এ গোলন্দাজ তারা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.এইচ কে দেবনাথ, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, ময়মনসিংহ জেলা মটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের পরিচালক সোমনাথ সাহা, ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসকবৃন্দ।