Home চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে রেডক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী

সিটি কর্পোরেশনকে রেডক্রিসেন্টের সুরক্ষা সামগ্রী

সুরক্ষা সামগ্রী গ্রহণ করছেন মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।


চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে করোনা মোকাবেলায় সুরক্ষা সামগ্রী হিসেবে ২২ শত মাস্ক ও ২২০ পিস হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট। এসব সুরক্ষা সামগ্রী বহদ্দারহাট কাঁচাবাজারের ব্যবসায়ী ও বাজারে আসা ক্রেতা সাধারণদের মাঝে বিতরণ করা হবে।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে তাঁর বাসভবনে রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিট’র নেতৃবৃন্দ সাক্ষাত করে এসব সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেন।
সুরক্ষা সামগ্রী গ্রহণকালে মেয়র বলেন, বৈশ্বিক মহামারিতে বিশ্ব আজ বিপর্যস্ত। আমরা চসিকের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক টিম গঠন করে ৪১টি ওয়ার্ডে করোনা সচেতনতায় কর্মসূচি নিয়েছি। পাশাপাশি প্রধানমন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ কার্যক্রমও অব্যাহত রাখা হয়েছে। এখন যা প্রয়োজন তা হলো সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ মেনে চলা।

তিনি বলেন, আমাদের জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হতে হলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। পাশাপাশি দ্রুত রেজিস্ট্রেশন করে করোনার টিকা নিয়ে নিতে হবে। তিনি বলেন, সাবধানতা অবলম্বনই পারে করোনা থেকে সুরক্ষা দিতে।
এ সময় কাউন্সিলর মো. এসারারুল হক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটি ইউনিটের সেক্রেটারী আবদুল জব্বার, সহ-পরিচালক মো. ইয়াহিয়া বখতিয়ার, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সাংগঠনিক বিভাগীয় প্রধান তানভীর আহমেদ চৌধুরী মাহিন, ইশতাকুল ইসলাম চৌধুরী, বহদ্দারহাট কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জানে আলম, সাধারণ সম্পাদক বদিউল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

১৩ পথচারীকে জরিমানা

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার নগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌসের নেতৃত্বে নগরীর কাজির দেউরী, মেহেদীবাগ, প্রবর্ত্তক মোড়, পাঁচলাইশ মোড়, কাতালগঞ্জ, চকবাজার, জামালখান, মির্জাপুল, মুরাদপুর, সিডিএ এভিনিউ, জিইসি মোড়, দামপাড়া, লালখান বাজার, টাইগারপাস ও আমবাগান এলাকায় করোনা ভাইরাস জনিত রোগের বিস্তার রোধে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৩ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৩ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে ম্যজিস্ট্রেট পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন এবং নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করে।
একই অভিযানে ভারী বৃষ্টিপাতের কারনে টাইগারপাস পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয় এবং পাহাড়ের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লালখানবাজারস্থ শহীদ নগর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের তৎপরতা অব্যাহত রয়েছে। অভিযানে ম্যাজিস্ট্রেটগণকে সহায়তা করেন সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্ বৃন্দ।-সংবাদ বিজ্ঞপ্তির