পঞ্চগড় থেকে মো: রবিউল ইসলাম রিপন:মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড়ের বোদা উপজেলার শতাধিক ভুমিহীন ও গৃহহীন পরিবার প্রধান মন্ত্রীর উপহার পাকা গৃহ পেয়ে আনন্দে উল্লসিত।
আশ্রয়ান প্রকল্প-২ এর আওতায় মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ের বিশেষ বরাদ্দে বোদা উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে উপজেলার ৭২ টি ভুমিহীন, গৃহহীন পরিবারের জন্য ৭২ টি এবং সমতলে বসবাসরত ৩০ টি ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ভুমিহীন পরিবারের জন ৩০ মোট ১০২ টি পাকা গৃহ নির্মাণ করা হয়। ইটের গাঁথুনী ও টিনের ছাউনি দিয়ে দুই কক্ষ বিশিষ্ট পাকা ঘর, রান্না ঘর, করিডোর, ল্যাট্রিন ও পানিও জলের ব্যবস্থা রয়েছে প্রতিটি পরিবারের জন্য। প্রতিটি ঘর নির্মানে ১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয় করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মাধ্যমে এসকল ঘর আনুষ্ঠানিক উদ্বোধন করার সাথে সাথে উপজেলা প্রশাসন সুবিধা ভোগীদের মাঝে এসব ঘরের চাবি ও জমির দলিল হস্তান্ত করেছেন। সুবিধা ভোগীরা পরিবারের সদস্যসহ প্রধানমন্ত্রীর উপহারের ঘরে বসবাস করছেন। ভুমিহীনদের সহায়তায় বৃত্তবানদের এগিয়ে আসার প্রধান মন্ত্রীর আহবানে সাড়া দিয়ে পঞ্চগড়-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাস সুজন ৫ টি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি ১ টি এবং জেলা বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের বেতনের অর্থে ১ টি ঘর নির্মাণ করে গৃহহীনদের প্রদান করা হয়েছে।
উপজেলা ময়দানদিঘী গ্রামের আকলিমা বেওয়া বলেন, এটাই আমাদের গরীবের অট্টালিকা,স্বপ্নেও কোন দিন ভাবিনি এ রকম পাকা ঘরে ঘুমাতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পাকা ঘর উপহার দিয়েছেন তাই আমরা খুব খুশি হয়েছি। তিনি প্রধান মন্ত্রীর জন্য দোয়া করেছেন। দিনমজুর দছিম উদ্দিন বলেন, আমার নিজের কোন জমি ছিলনা, অন্যের জমিতে খড়ের ঘর তৈরী করে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্টে বসবাস করেছি। বর্ষার সময় বৃষ্টির পানি গড়িয়ে পড়তো। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার জন্য পাকা ঘর করে দিয়েছেন। এখন আমি স্ত্রী-সন্তানদের নিয়ে পাকা ঘরে বসবাস করতে পারছি।
পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম বলেন, পঞ্চগড়ের সকল গৃহহীনকে গৃহ নির্মাণ করে দেয়া হবে। অতিদ্রুত পঞ্চগড় গৃহহীন মুক্ত জেলা ঘোষণা করা হবে।
বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি বলেন, প্রধান মন্ত্রীর আহবানে সাড়া দিয়ে নিজ অর্থে গৃহহীন একটি পরিবারকে একটি ঘর নির্মাণ করে দিয়েছি। সরকারের পাশাপাশি এভাবে বিক্তবানরাও এগিয়ে আসলে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন হবে।
বোদা উপজেলা নির্বাহী অফিসার মো.সোলেমান আলী জানান. প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে ভুমিহীন ও গৃহহীদের জন্য পাকা ঘর নির্মান করা হয়েছে। সুবিধা ভোগীরা ঘর পেয়ে সুখে শান্তিতে এসব ঘরে বসবাস করছেন। ময়দানদিঘী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার বলেন,যাদের জমি ও ঘর ছিলনা তারাই প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছেন। আশ্রয়হীনদের আশ্রয়ের ব্যবস্থা করার প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।