বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ শয্যার করোনা ইউনিটে আরও যুক্ত হচ্ছে ৩০ শয্যা। দেশে করোনা সংক্রমণের শুরুতে ৩০ শয্যা নিয়ে শুরু হওয়া করোনা ইউনিটে বর্তমানে ছয়টি আইসিইউ ও এইচডিইউ শয্যাসহ মোট ৯০ শয্যা রয়েছে। নতুন শয্যা যুক্ত হলে করোনা ইউনিটে শয্যা সংখ্যা দাঁড়াবে ১২০।
শনিবার (৩১ জুলাই) করোনা নিয়ন্ত্রণ সংক্রান্ত চট্টগ্রামের সর্বোচ্চ কমিটির সদস্যরা সিআইএমসিএইচ পরিদর্শনে গিয়ে ৩০ শয্যা যুক্ত করতে বললে হাসপাতাল কর্তৃপক্ষ শয্যা বাড়ানোর আশ্বাস দেয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক মমিনুর রহমান, জেলা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. বদিউল আলম হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান বলেন, সিআইএমসি হাসপাতাল করোনা চিকিৎসায় দৃশ্যমান উন্নতি সাধন করেছে। ২০২০ সালের মে মাসেও আমরা এই হাসপাতাল পরিদর্শনে এসেছিলাম। তখন মাত্র ৩০ শয্যায় কোভিড আক্রান্তদের চিকিৎসা দেওয়া হতো। ক্রমান্বয়ে সেবার পরিধি বাড়িয়ে এটাকে ৯০ শয্যায় উন্নীত করা হয়েছে।
এ সময় জেলা প্রশাসক মমিনুর রহমান শয্যা সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে নতুন অক্সিজেন ম্যানিফোল্ড স্থাপন, বায়প্যাপ মেশিন ও অক্সিজেন কনসেন্ট্রেটরসহ যাবতীয় সহযোগিতার আশ্বাস দেন। এছাড়াও কোভিড-১৯ নির্ণয়ের জন্য র্যাপিড এন্টিজেন টেস্টের অনুমোদন বিষয়েও সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, সিআইএমসির অধ্যক্ষ অধ্যাপক ডা. আমির হোসাইন, হাসপাতালের পরিচালক ও রাঙামাটি মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. টিপু সুলতান, ডেন্টাল কলেজের অধ্যক্ষ ডা. মুসলিম উদ্দিন সবুজ, সিআইএমসিএইচের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক খান ও নির্বাহী প্রকৌশলী মো. ওহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।